• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    'ওরা খেলেছে ‘বীরের’ মতই'

    'ওরা খেলেছে ‘বীরের’ মতই'    

    পুরো সিরিজে দলের সাথেই ছিলেন। শেষ বলে শিরোপা হাতছাড়া হওয়ার কষ্টটা ছুঁয়ে গেছে তাকেও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান এমন পরাজয়ের পড়েও হতাশ নন। তার মতে, সাকিব-মুশফিকরা খেলেছেন ‘বীরের’ মতই।

    আশা জাগিয়েও দিনেশ কার্তিক ঝড়ে ভেঙেছে জয়ের স্বপ্ন। নাজমুল হাসান এই কঠিন মুহূর্তে সান্ত্বনা জুগিয়েছেন দলকে, ‘আমরা ফাইনাল ম্যাচ হেরে গেছি। আমি শুধু একটা কথাই বলব, আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি ওদের সঙ্গে ছিলাম। আমি জানি ওদের অবস্থা। ওরা অনেক ভেঙ্গে পড়েছিল। আমি ওদেরকে বলেছি, হারজিত বড় কথা নয়। একদল জিতবে আরেক দল হারবে। তবে আমি ভালো খেলা দেখতে চাই এবং প্রত্যেকটা খেলা তারা ভালো খেলেছে। আমাদের দলের সেরা চার ব্যাটসম্যান ফাইনালে রান করতে পারেনি, তারপরও এই পুঁজি নিয়ে আমরা যেভাবে লড়েছি এটা প্রশংসার দাবি রাখে। শেষ বল পর্যন্ত আমরা লড়াই করেছি। আমি সেইজন্য বলবো তারা হয়তো কষ্ট দিয়েছে, হতাশ করেছে। কিন্তু তারা বীরের মতো লড়াই করেছে। সেই কারনে আমি তাদের উপর খুশি।' 

    শ্রীলংকার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ হেরে বেশ চাপেই ছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে নাজমুল হাসানকে, ‘ শ্রীলংকা যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা মাথায় ছিল। যাওয়ার সময় ভেবেছি, এখন আরও কঠিন চ্যালেঞ্জ। ওখানে যাওয়ার পর প্রথম ম্যাচ থেকে ক্রিকেটাররা যেভাবে ক্রিকেট খেলেছে, তাতে করে একটা জিনিস মনে হয়েছে, আমরা জিততে পারবো। এটা শুধু আমার মধ্যে না, প্রতিটা খেলোয়াড়দের মধ্যে দেখিছি। ফাইনাল যে এতো ক্লোজ হবে আমরা ভাবিনি। ভারত টি-টোয়েন্টি শক্তিশালী দল, আমরা এই ফরম্যাটে এখনো তেমন দল হয়ে উঠতে পারিনি। শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচ খেলতে নেমার আগে বলছিল, আমরা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবো। এবার এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে।’

    এই নিয়ে পাঁচ টুর্নামেন্টের ফাইনালে উঠেও জয়ের মুখ দেখতে পারল না বাংলাদেশ। এই হারের বেদনা অনেকদিন তাড়া করে বেড়াবে নাজমুল হাসানকে, ‘এতো কাছে গিয়ে এরকম হার, আমি মনে করি সকল বাংলাদেশির মনের অবস্থা একই। নিশ্চিত জিতে যাওয়ার অবস্থা থেকে হেরে যাওয়া মেনে নেওয়া যায় না। কষ্ট বলবো নাকি কি আফসোস বলবো জানি না। কিছু ঘটনা থাকে সহজেই মুছে যাওয়ার নয়। এটা সারাজীবন মনে থাকার মতো ঘটনা।’