• বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    রশীদ-নাঈবে টিকে রইল আফগানিস্তান

    রশীদ-নাঈবে টিকে রইল আফগানিস্তান    

    আরব আমিরাত ১৭৭ অল-আউট, ৪৩ ওভার (শাইমান ৬৪, নাভিদ ৪৫, রশীদ ৫/৪১, জাদরান ৩/৪১)
    আফগানিস্তান ১৭৮/৫, ৩৪.৩ ওভার (নাঈব ৭৪*, নাজিবুল্লাহ ৬৩*, নাভিদ ২/৩৭, আহমেদ ২/৩৮)
    ফল- আফগানিস্তান ৫ উইকেটে জয়ী 


    ২০১৯ বিশ্বকাপ খেলতে হলে বাছাইপর্বের সুপার সিক্সে আফগানিস্তানকে জিততে হবে সব ম্যাচই, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আজ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এখনও টিকে রইল আফগানিস্তান। রশীদ খানের ৫ উইকেটের পর গুলবাদিন নাঈব-নাজিবুল্লাহ জাদরানের জুটিতে ৯৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতেছে তারা। সুপার সিক্স টেবিলে প্রথম পাঁচটি দলের মধ্যে এখন পয়েন্ট ব্যবধান মাত্র ২, বাছাইপর্ব এখন জমজমাট। 

    আফগানিস্তানের ব্যাপারটা এখন সরু দেয়ালের ওপর দিয়ে এক পায়ে হাঁটার মতো। পা হড়কালেই শেষ সবকিছু। আবার দেয়াল পেরুতে লাগবে অন্যদের সাহায্যও। 

    টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল আরব আমিরাত, ১৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপেই পড়েছিল তারা। শাইমান আনোয়ারের ৬৪, চিরাগ শুরির ২২ রানের ইনিংসকে ছাপিয়ে গেছে নয় নম্বরে নামা মোহাম্মদ নাভিদের ২০ বলে ৪৫ রানের টর্নেডোতে। সাতটি চারের সঙ্গে এই ডানহাতি মেরেছেন দুইটি ছয়ও। ৪১ রানে ৫ উইকেট নিয়েছেন রশীদ, আঁটসাঁট বোলিং করেছেন মুজিব-উর-রেহমান ও গুলবাদিন নাঈব। ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন দাওলাত জাদরান, উইকেট পেয়েছেন মোহাম্মদ নবীও। ৭ ওভার বাকি থাকতেই ১৭৭ রানে গুটিয়ে গেছে আরব আমিরাত। 

    শুরুটা অস্বস্তিকর ছিল আফগানিস্তানেরও। ৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৫৪ রানেই নেই ৫ উইকেট, চোখ ভালই রাঙিয়েছে আরব আমিরাত। তবে একদিকে দৃঢ় ছিলেন নাঈব, নাজিবুল্লাহর সঙ্গে তার অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি ম্যাচই জিতিয়েছে আফগানিস্তানকে। ৯৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৭৪ রানে অপরাজিত ছিলেন নাঈব, ৫ চার ও ২ ছয়ে ৬৪ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ। অল-রাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন নাঈব। 

    এ নিয়ে সুপার সিক্সে সব ম্যাচই হারল আরব আমিরাত। আর এ জয়ে আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াল ৪, সমান পয়েন্ট আয়ারল্যান্ডেরও। আইরিশদের সঙ্গেই নিজেদের শেষ ম্যাচ আফগানদের, সে ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না তাদের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। স্কটল্যান্ডের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, জিম্বাবুয়ে খেলবে আরব আমিরাতের সঙ্গে। স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে, দুই দলই হারলে শেষ ম্যাচে আফগানিস্তানের জয়ে সুযোগ খোলা থাকবে তাদের সামনে।