• বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    ইতিহাস গড়লেন রশিদ খান

    ইতিহাস গড়লেন রশিদ খান    

    বলের লাইন বুঝতে পারলেন না, শাই হোপের ব্যাটের নিচে দিয়ে বল লাগল প্যাডে। বেশ কিছুক্ষণ আপিল করলেও আঙুল তুলছিলেন না আম্পায়ার। রশিদ খান যখনই হাল ছেড়ে দেবেন ভাবছিলেন, তখনই আউট দিলেন আম্পায়ার। এর সাথেই ইতিহাসের পাতায় নাম লেখালেন রশিদ। দ্রুততম সময়ে ওয়ানডেতে ১০০ উইকেট পাওয়া বোলার এখন তিনিই।

    অভিষেক হয়েছিল ২০১৫ সালের ১৮ অক্টোবর। নিজের ৪৪ তম ওয়ানডেতে এসে পেলেন শততম উইকেটের দেখা। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ তম ওয়ানডেতে পেয়েছিলেন নিজের ৫০ তম উইকেট। পরের ৫০ উইকেট তুলে নিতে সময় নিলেন মাত্র ১৮ ম্যাচ!

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ রশিদ ভেঙ্গেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের তিন বছর পুরনো রেকর্ড। ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে নিজের ৫২ তম ওয়ানডেতে ১০০ উইকেট পেয়েছিলেন স্টার্ক। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাকলায়েন মুশতাক, ১০০ উইকেট পেয়েছিলেন ৫৩ ওয়ানডেতে। শ্যেন বন্ড ১০০ উইকেট নেন ৫৪ তম ম্যাচে, ব্রেট লি সেটা করেছিলেন ৫৫ তম ওয়ানডেতে।

    বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সময়ে ১০০ উইকেট ছুঁয়েছেন আব্দুর রাজ্জাক। ২০০৮ সালে আরব আমিরাতের বিপক্ষে নিজের ৬৯ তম ওয়ানডেতে ১০০ উইকেট পান তিনি।