• বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    আফগানিস্তানের জয়টা দেশবাসীকেই উৎসর্গ করছেন স্টানিকজাই

    আফগানিস্তানের জয়টা দেশবাসীকেই উৎসর্গ করছেন স্টানিকজাই    

    তাদের উত্থান ছিল রূপকথার গল্পের মতোই। এবারের বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোটাও কিন্তু রূপকথার চেয়ে কম ছিল না! বহু জটিল সমীকরণ পেরিয়ে আফগানিস্তান এখন বিশ্বকাপে। বিশ্বকাপ নিশ্চিত করার পথে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেই জয়টা আফগান জনগণকেই উৎসর্গ করলেন অধিনায়ক আসগর স্টানিকজাই।

    গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হার, শঙ্কায় ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠাই। কোনোভাবে সুপার সিক্সে উঠলেও বিশ্বকাপের মূল পর্বে যেতে মিলতে হতো অনেক সমীকরণ। ভাগ্যটা অবশ্য সহায় ছিল আফগানদের। ওয়েস্ট ইন্ডিজ জিতে চলে যায় বিশ্বকাপে, হেরে বিদায় নেয় জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডও। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টাই আফগানদের পৌঁছে দিয়েছে স্বপ্নের বিশ্বকাপে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের সেই জয় যুদ্ধবিধ্বস্ত আফগান নাগরিকদের উৎসর্গ করেছেন স্টানিকজাই, ‘আমি কল্পনাও করতে পারছি না দেশের মানুষ কতটা আনন্দিত হয়েছে এই জয়ে। প্রথম রাউন্ডের পর আমাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ১০ ভাগে নেমে এসেছিল।  আফগানিস্তানের মানুষের দোয়াতেই আমরা বিশ্বকাপে পৌঁছেছি। জয়টা তাই তাদেরকেই উৎসর্গ করতে চাই। আমাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে।’

    বিশ্বকাপের বাকি আর এক বছর। ১০ দলের বিশ্বকাপের এই জন্য প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে চান স্টানিকজাই, ‘আমরা এখন থেকেই প্রস্তুত হচ্ছি। আমরা বিশ্বকাপে সবাইকে দেখিয়ে দিতে চাই যে, আমরা এখন আর সহযোগী দেশ নই। এখন জয় ছাড়া কিছুই ভাবি না আমরা। আমাদের দৃষ্টি এখন অনেক ওপরে।’