• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    'ধোনি ক্লাসের ফার্স্ট বয়, আমি সাধারণ ছাত্র'

    'ধোনি ক্লাসের ফার্স্ট বয়, আমি সাধারণ ছাত্র'    

    ভারতের ইনিংস তখন ডুবন্ত নৌকা। সেই নৌকাকে তীরে ভিড়িয়েছেন তিনি একাই। বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে নিদাহাস ট্রফি জিতিয়েছেন দিনেশ কার্তিক। কার্তিকের এই ইনিংসের পর স্বভাবতই তার তুলনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সাথে। কার্তিক অবশ্য বলছেন, ফিনিশিংয়ের ব্যাপারে ধোনির চেয়ে যোজন যোজন পিছিয়ে তিনি।

     

     

    ৮ বলে ২৯ রানের সেই ইনিংসকে বলা হচ্ছে রান তাড়া করতে নামা ভারতীয় ব্যাটসম্যানদের অন্যতম সেরা ইনিংস। তুলনাটা চলে আসছে নিয়মিত উইকেটরক্ষক ধোনির সাথেও, যিনি বহুবার এভাবে ম্যাচ বের করে এনেছেন। কার্তিক এই তুলনায় খানিকটা বিব্রতই হয়েছেন, ‘ফিনিশিংয়ের ব্যাপারে আমি যদি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র হই, ধোনি তাহলে সেই ক্লাসের সেরা ছাত্র! তার সাথে আমার কোনো তুলনাই চলে না। আমাদের দুজনের ক্যারিয়ার পুরোপুরি ভিন্ন। সে দুর্দান্ত একজন ক্রিকেটার। ভারতকে সে অনেক কিছু দিয়েছে। আমি যেখানে আছি সেখানেই খুশি, তার সাথে তুলনায় যেতে চাই না।’

    ধোনির জন্যই ক্যারিয়ারে থিতু হতে পারেননি একাদশে। ধোনির বিশ্রামের কারণে দলে এসেছিলেন, এসেই করেছেন বাজিমাত। কার্তিক বিশ্বাস করেন, নিজের জীবনে ভালো কাজ করেছেন বলেই দলকে এমন জয় এনে দিতে পেরেছেন, ‘সবাই আমাকে নিয়ে কথা বলছে, ব্যাপারটা ভালোই লাগছে। জীবনে যত ভালো কাজ করেছি, তার সুফল হয়ত এটা! সেই শটটা কিন্তু চারও হতে পারত, কিন্তু সেটা না হয়ে ছয়ই হয়েছে। ২-১ ইঞ্চির ব্যবধান ছিল চার ও ছয়ের মাঝে। ওই মুহূর্তটা কখনোই ভুলব না।’