রাজস্থানের অধিনায়কত্বও কেড়ে নেওয়া হলো স্মিথের
অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। স্টিভেন স্মিথের এখন সেই দশা। বল টেম্পারিংয়ের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন। তবে অধিনায়কত্ব তো চলে যেতে পারেই, তার চেয়েও বড় শাস্তিও হতে পারে তাঁর। এবার আরও একটা দুঃসংবাদ পেলেন স্মিথ, আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হচ্ছেন আজিঙ্কা রাহানে।
বল টেম্পারিং বিতর্কটা সামনে আসার পরেই কাল শুরু হয়ে গিয়েছিল গুঞ্জনটা, স্মিথ এই মৌসুমে রাজস্থানের অধিনায়ক নাও থাকতে পারেন। কাল অবশ্য আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছিলেন, তারা আইসিসির শাস্তির জন্য অপেক্ষা করছেন। আইসিসির রায়ে এক ম্যাচ নিষেধাজ্ঞার পর আজ এলো আনুষ্ঠানিক ঘোষণা। রাজস্থান দলের হেড অব ক্রিকেট জুবিন বারুচা আজ বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের সাথে কথা বলেছি এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। স্মিথের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে। রাহানে আমাদের সাথে অনেক দিন ধরেই আছে, আমাদের মূল্যবোধ ও খুব ভালো বোঝে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ও আমাদের জন্য দারুণ একজন নেতা হবে।’
গত বছর পুনের হয়ে সতীর্থ ছিলেন স্মিথ-রাহানে। এবার পুনে নেই, রাজস্থান আবারও আইপিএলে ফেরায় দুজনেই ফিরেছেন পুরনো দলে।