• " />

     

    কারস্টেনকে নিয়ে 'আশাবাদী' বাংলাদেশ

    কারস্টেনকে নিয়ে 'আশাবাদী' বাংলাদেশ    

    এখনও জাতীয় দলের জন্য হেড কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্দিষ্ট কাউকে এখনও পায়নি বোর্ড, তবে চেষ্টা চলছে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কাউকে নিয়োগ দেওয়ার। মূলত বোর্ডের চাওয়ার সঙ্গে মিলছে না বলেই দেরি হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে দলের সঙ্গে উপদেষ্টা হিসেবে যোগ দিতে পারেন সাবেক ভারতীয় ও দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন। আইপিএলের পরই তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। 

    কারস্টেন মূলত পছন্দের কোচের তালিকাতেই আছেন বোর্ডের। তবে ইউনুস বলছেন, ‘আপনারা জানেন যে দলের উপদেষ্টা হিসেবে গ্যারি কারস্টেনের নাম আগেই আমাদের মাননীয় সভাপতি আগেই বলেছিলেন। এবং  উনি (কারস্টেন) আছেন আমাদের তালিকায়, কিন্তু উনি আসবেন উপদেষ্টা হিসেবে। উনার সাথে পাকাপাকিভাবে আলাপ এখনও হয় নাই। আশা করি আইপিএলের পরে হবে।’

    আইপিএলে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিতে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন কারস্টেন। তার ব্যাপারে আশাবাদী বিসিবি, ‘আগের আলাপ আলোচনা অনুযায়ী আশাবাদি আছি আমরা। যেহেতু আইপিএলের পর আমাদের সাথে চূড়ান্ত একটা চুক্তি করবে, সেজন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক কি হয়।’

    কারস্টেনকে দীর্ঘমেয়াদেই পেতে চায় বিসিবি, তবে কাজ করবেন বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতেও, ‘কারস্টেন তো সারাদিন মাঠে থাকবেন না। তিনি অন্যান্য জিনিসগুলো নিয়ে থাকবেন। অবকাঠামো নিয়ে বুদ্ধি দেবেন। ওর আরও কিছু প্রয়োজন থাকলে ডেভলপমেন্টে কাজ করবেন। যেটা আর কি এডি বারলো করেছিলেন।’

    এর আগে ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিল ম্যাকেঞ্জির কথা বলা হলেও তাকে চূড়ান্ত করতে পারেনি বিসিবি, ‘আমরা চেষ্টা করছি নিল ম্যাকেঞ্জিকে আনার জন্য। যদি নাও হয় তাহলে আমরা অন্য কাউকে চেষ্টা করছি ব্যাটিং উপদেষ্টা হিসেবে।’

    চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে হেড কোচ ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবে নিদাহাস ট্রফিতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দেওয়া হয়েছিল হেড কোচের খন্ডকালিন দায়িত্ব। উইন্ডিজ সফরের আগে হেড কোচ না পাওয়া গেলে ওয়ালশকেই দায়িত্বে রাখা হবে কিনা, সেটা নিশ্চিত করতে পারেননি ইউনুস। আর পদত্যাগ করা সহকারি কোচ রিচার্ড হ্যালসলের জায়গাতেও আরেকজন বিদেশী কোচকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।