• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'সব দায়ভার নিয়ে' কান্নায় ভেঙে পড়লেন স্মিথ

    'সব দায়ভার নিয়ে' কান্নায় ভেঙে পড়লেন স্মিথ    


    দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে সিডনির সংবাদ সম্মেলনে ক্ষমা চাইতে গিয়ে ভেঙে পড়েছেন স্টিভেন স্মিথ। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞার পর আজ বিমানবন্দরে কথা বলতে গিয়ে স্মিথ কেপটাউনের পুরো ঘটনার দায়ভার নিয়ে ক্ষমা চেয়েছেন সকলের কাছে।

    ‘আমার সতীর্থ, বিশ্বজুড়ে থাকা ক্রিকেটভক্ত, এবং সকল অস্ট্রেলিয়ান- যারা রাগী এবং হতাশ- তাদের কাছে আমি দুঃখিত। কেপটাউনে যা হয়েছে, তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যবস্থা নিয়েছে। আমি আজ এটা পরিষ্কার করে বলতে চাই, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আমি পুরো দায়ভার নিচ্ছি। আমি বড় ধরনের একটা ভুল করেছি, এবং এখন এটার ফল বুঝতে পারছি। এটা নেতৃত্বের ব্যর্থতা, আমার নেতৃত্বের ব্যর্থতা। আমি যে ভুল করেছি, এবং যে ক্ষতি হয়েছে- সেটা পুষিয়ে দিতে সবকিছু করবো।’ 

    কথা বলতে গিয়ে বারবারই আটকে গেছেন স্মিথ, পাশে দাঁড়ানো বাবা সান্ত্বনাও দিয়েছেন বেশ কয়েকবার। স্মিথ এ ঘটনা থেকে শিক্ষা নিতে চাইছেন, ‘যদি এটা থেকে ভাল কিছু বের হয়ে আসে, যদি কারও জন্য কোনও শিক্ষার কিছু থাকে, তাহলে আমি আশা করবো আমি বদলে যাওয়ার ক্ষেত্রে একটা নিয়ামক হতে পারি। আমি জানি, এটা নিয়ে সারাজীবন আমাকে অনুতাপ করতে হবে। আমি ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছি। আশা করি, সময়ের সঙ্গে আমি ক্ষমা ও সম্মান ফিরে পাব। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক হওয়া ও দলের প্রতিনিধিত্ব করার বিশেষ সুযোগ পেয়েছি আমি। ক্রিকেট বিশ্বের সেরা খেলা। এটা আমার জীবন, আশা করি আবারও তাই হবে। আমি দুঃখিত, আমি বিধ্বস্ত।’ 

    যেসব শিশু অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আদর্শ মেনে চলেন, তাদের উদ্দেশ্যে স্মিথ বলেছেন, ‘সবার আগে, আমি খুবই দুঃখিত। আমি ক্রিকেটকে ভালবাসি। আমি শিশুদের আনন্দ দিতে ভালবাসি। আমি যে মহৎ খেলাটা ভালবাসি, আমি চাই শিশুরা সেটা খেলতে চাক- আমি সেই চাওয়াটাও ভালবাসি। আপনি যখনই প্রশ্নবিদ্ধ কোনও সিদ্ধান্ত নেবেন, আপনাকে ভাবতে হবে এটার প্রভাব কাদের ওপর গিয়ে পড়বে। আপনি আপনার বাবা-মার ওপর প্রভাব ফেলছেন, আর আমার বাবা এই কদিন যেরকম...আর আমার মা, আমার কষ্ট হচ্ছে। আমি শুধু বলতে চাই, আমি সমর্থক, জনগণের জন্য যে বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছি, আমি সেটার জন্য দুঃখিত। এটা বিভৎস, আমি সত্যিই দুঃখিত।’ 

    স্মিথের সঙ্গে নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটও। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনার মূলে ছিলেন ডেভিড ওয়ার্নার। তবে স্মিথ দোষ কাউকেই দিতে চাচ্ছেন না, ‘আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি অস্ট্রেলিয়ার অধিনায়ক, এটা আমার দায়িত্ব, আমি গত শনিবার কেপটাউনে যা হয়েছে তার পুরো দায়ভার নিচ্ছি। আমার কাছে এই সপ্তাহজুড়েই ব্যাপারটা এমন ছিল, “ভাল মানুষও ভুল করে”, আর আমি এটা হতে দিয়ে বড় একটা ভুল করেছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা বিশাল ভুল ছিল, আর আপনাদের নিশ্চয়তা দিতে পারি- এটা আর কখনোই হবে না।’