নতুন ইতিহাস গড়লো আবাহনী
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে আবাহনী। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে সুপার লিগের ম্যাচে আবাহনী তুলেছে ৪ উইকেটে ৩৯৩ রান। শুধু প্রিমিয়ার লিগ নয়, বাংলাদেশের মাটিতে যে কোনও লিস্ট 'এ' ম্যাচেই এটি সর্বোচ্চ স্কোর।
আগের রেকর্ডটিও ছিল আবাহনীরই। ২০১৬ সালে চির-প্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে তাদের স্কোর ছিল ৩৭১ রান, ৫ উইকেটে। সর্বোচ্চ স্কোরের তালিকায় পরের নামটিও আবাহনীরই, মোহামেডানের সঙ্গেই গত মৌসুমে তারা ৫ উইকেটে তুলেছিল ৩৬৬ রান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল আবাহনী, দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্তর জুটিতেই এসেছে ২৩৬ রান, প্রিমিয়ার লিগের এ মৌসুমে যা যে কোনও উইকেটেই সর্বোচ্চ। ৭ চার ও ৬ ছয়ে বিজয় করেছেন ১২৬ বলে ১২৮ রান, শান্ত ১০৬ বলে ১২১ রান করতে ১২টি ছয়ের সঙ্গে মেরেছেন ২টি ছয়।
বিজয়-শান্তর পর ঝড় তুলেছেন হনুমান বিহারি ও মোহাম্মদ মিঠুন। ৩৬ বলে ৭ চার ও ২ ছয়ে বিহারি করেছেন ৬৬ রান, আর মিঠুনের ৪৭ রান এসেছে মাত্র ২৪ বলে, ৫টি চারের সঙ্গে ছিল ২টি চার। শেষ ১০ ওভারেই আবাহনী তুলেছে ১২০ রান!
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ২১৭ রান তুলেছে প্রাইম দোলেশ্বর। তাদের রান-তাড়ায় ছেদ পড়েছে বৃষ্টিতে।
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোর
আবাহনী ৩৯৩/৪*, বিপক্ষ প্রাইম দোলেশ্বর, ২০১৮
আবাহনী ৩৭১/৫, বিপক্ষ মোহামেডান, ২০১৬
আবাহনী ৩৬৬/৫, বিপক্ষ মোহামেডান, ২০১৭
লিজেন্ডস অব রুপগঞ্জ ৩৫৭/৬, বিপক্ষ ওল্ড ডিওএইচএস, ২০১৪/১৫
প্রাইম ব্যাংক ৩৫৩/৩, বিপক্ষ কলাবাগান, ২০১৩/১৪