• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    মৌমাছির দংশনে মিস হয়ে গেল স্টাম্পিং!

    মৌমাছির দংশনে মিস হয়ে গেল স্টাম্পিং!    

    শন মার্শ ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিস করলেন বল, নীচু হয়ে বলটা ধরতে গিয়েও পারলেন না দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি কক। বল ফাঁকি দিয়ে চলে গেল তাকেও, হলো বাই, অথচ সেদিকে তার খেয়ালই নেই! খেয়াল করবেনই বা কিভাবে, মৌমাছির কামড় খেয়ে কেইবা স্বাভাবিক থাকতে পারে! 

    মৌমাছি-দংশনের এই ঘটনা ঘটেছে ওয়ানডারার্সে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনে। কেশভ মহারাজের নীচু হওয়া বলে সামনে এসে খেলতে চেয়েছিলেন মার্শ। সে সময়ই ডি ককের বাঁ বাহুতে এসে কামড় বসায় একটি মৌমাছি, তাকে এরপর ব্যস্ত হয়ে পড়তে হয় সেটা নিয়েই। গ্লাভস খুলে সেটাকে ঝেড়ে ফেলতেও দেখা গেছে এরপর তাকে। 

    খানিক বাদে ফিজিও ছুটে এসেছেন ডি ককের ব্যথা প্রশম করতে। মৌমাছি-আক্রমণে এই স্টাম্পিং মিসের ঘটনার জন্য অবশ্য দক্ষিণ আফ্রিকার খুব বেশি ক্ষতি হয়নি, আর এক রান যোগ করেই স্লিপে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছেন মার্শ, ওই মহারাজের বলেই। 

    জোহানেসবার্গের এই ভেন্যুর সঙ্গে মৌমাছির সখ্যতা অবশ্য পুরোনোই। গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ আফ্রিকার এক ওয়ানডেতে মৌমাছি তাড়াতে বাইরে থেকে লোকও আনতে হয়েছিল।