• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চাইবেন স্মিথ-ওয়ার্নার?

    ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চাইবেন স্মিথ-ওয়ার্নার?    

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। জাতীয় দলের পাশাপাশি স্মিথ-ওয়ার্নারের এই নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের জন্যও প্রযোজ্য হবে। জানা গেছে, শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার অনুমতি চেয়ে খুব শীঘ্রই নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করবেন তারা।

    সামনের বছরেই বিশ্বকাপ। যদি জাতীয় দলের নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে ক্রিকেটে ফেরার পর বিশ্বকাপের প্রস্তুতি নিতে খুব বেশিদিন সময় পাবেন না স্মিথরা। নিষেধাজ্ঞার কারণে আইপিএলেও খেলতে পারছেন না। ঘরোয়া ক্রিকেটে না ফিরলে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে তাদের, সেটা যে কোনো পক্ষের জন্যই সুখকর হবে না তা বলাই বাহুল্য। 

    আগামী ১১ এপ্রিল বল টেম্পারিং ইস্যুতে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হতে পারে। সেখানেই বোর্ডের কাছে এই দাবি তুলে ধরতে পারেন তারা।