টি-টোয়েন্টিতে লেগস্পিনের জয়জয়কার!
লেগস্পিন শুধু প্রকৃতি-বিরুদ্ধ কাজ না, বেশ বিপজ্জনক কাজও বটে ক্রিকেটে। তবে লেগস্পিন একটা শিল্প, আর টি-টোয়েন্টি নামের ফরম্যাটটা এই শিল্পের বেশ সমঝদার। অন্তত আইসিসির বর্তমান র্যাংকিং বলছে তেমনই। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ পাঁচজনই এখন লেগস্পিনার। শীর্ষ সাতজন বোলারের ছয়জনই তাই।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সিরিজশেষে প্রকাশিত র্যাংকিংয়ে ১০ ধাপের এক বড়সড় লাফ দিয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানী লেগস্পিনার শাদাব খান। তিন ম্যাচের সিরিজে তিনি নিয়েছেন ৫ উইকেট। র্যাংকিংয়ের শীর্ষে আছেন আফগান লেগস্পিনার রশীদ খান, তার অবস্থান অপরিবর্তিত।
শাদাবের কারণে র্যাংকিংয়ে অবনমন হয়েছে ভারতীয় লেগস্পিনার যুঝভেন্দ্র চাহাল ও নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধির, তারা এখন তিন ও চারে। আর পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান লেগস্পিনার স্যামুয়েল বদ্রির স্থান অপরিবর্তিত।
টি-টোয়েন্টির র্যাংকিংয়ের ছয়ে আছেন নিউজিল্যান্ড বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার, সাতে আছেন দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহির।
র্যাংকিংয়ের শীর্ষ দশে একমাত্র বাংলাদেশী বোলার মুস্তাফিজুর রহমানের অবস্থান আটে।
লেগস্পিনার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষের সবার আগে উঠেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। আর রশীদের আগে এই কীর্তি গড়েছিলেন স্যামুয়েল বদ্রি ও ইমরান তাহির।