• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    আপিল করবেন না ওয়ার্নারও

    আপিল করবেন না ওয়ার্নারও    

    স্মিথ-ব্যানক্রফট আপিল না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন গতকালই। বোর্ডের দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিয়ে শাস্তি কমানোর আপিল না করার ঘোষণা এলো ডেভিড ওয়ার্নারের পক্ষ থেকেও। স্মিথের মতো সব দায়ভার মেনে নেই শাস্তি ভোগ করতে রাজি তিনি।

    দেশে ফেরার পর বল টেম্পারিংয়ের ঘটনা ক্ষমা চেয়েছিলেন অশ্রুসিক্ত নয়নে। আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও ঘরোয়া ক্রিকেটে ফেরার আবেদন করবেন ওয়ার্নার, গুঞ্জন ছিল এমনটাই। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পুরো এক বছর ক্রিকেট থেকে দূরে থাকার কথা নিশ্চিত করলেন তিনি, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানাতে চাই, তাদের দেওয়া শাস্তি পুরোপুরি মেনে নিচ্ছি। আমি নিজের ওই কাজের জন্য খুব লজ্জিত। একজন ভালো মানুষ হওয়ার জন্য যা করা দরকার সব করবো। আমি সব দায় মাথা পেতে নিয়ে শাস্তি ভোগ করতে রাজি।’