দুই বছরের মাঝেই পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ
‘নির্বাসনে’ থাকা পাকিস্তানে গুটি গুটি পায়ে ফিরছে ক্রিকেট। কিছুদিন আগেই করাচীতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেলো ওয়েস্ট ইন্ডিজ। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলছেন, আগামী ২ বছরের মাঝে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করবে পাকিস্তান।
পিএসএল ফাইনাল, বিশ্ব একাদশের সফর, ওয়েস্ট ইন্ডিজের আগমন; পাকিস্তান ক্রিকেটের আকাশে কালো মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে। প্রায় ৯ বছর দুবাইকে ‘হোম গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করা পাকিস্তান দল শীঘ্রই নিজের ঘরে ফিরবে বলেই আশা নাজাম শেঠির, ‘আমরা ধীরে ধীরে ভালো অবস্থানে যাচ্ছি। সামনের বছর পিএসএলের বেশিরভাগ ম্যাচ পাকিস্তানেই হবে। পিএসএলে অনেক আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা আসবেন। এটা আমাদের জন্য দারুণ ব্যাপার হবে।’
সিরিজ খেলার জন্য কিছুদিন আগে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। আগামী ২০২০ সালের দিকে বড় দলগুলোর সাথে নিয়মিত সিরিজ খেলার স্বপ্ন দেখছেন নাজাম, ‘আমরা সব বোর্ডকে বুঝানোর চেষ্টা করব এখানে খেলতে আসার ব্যাপারে। ২০২০ সাল নাগাদ দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের আশা করছি।’