• " />

     

    আবারও পদক হাতছাড়া হলো বাংলাদেশের

    আবারও পদক হাতছাড়া হলো বাংলাদেশের    

    কাল অল্পের জন্য শুটিংয়ে সোনা জিততে পারেননি বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি। আজ অবশ্য হাতছাড়া হলো পদকই। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে চতুর্থ হয়েছেন বাংলাদেশের উম্মে সুলতানা। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ বিভাগে শাকিল আহমেদ হয়েছে ষষ্ঠ।

     

     

    কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে ৪১০.৫ স্কোর করে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন সুলতানা। ৪০৭.৪ স্কোর করে দশম হওয়ায় ফাইনালে যেতে পারেননি আরেক বাংলাদেশি সাইদা হাসান।

    ফাইনাল রাউন্ডে গেলেও পদক পাওয়া হয়নি সুলতানার, হয়েছেন চতুর্থ। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছে তার। সোনা জিতেছেন সিঙ্গাপুরের মারটিনা লিন্ডসে।

    অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ বিভাগে ষষ্ঠ হয়ে কোনো পদক পাননি শালিক আহমেদ। কোয়ালিফাইয়ে অষ্টম হয়ে ফাইনালে গিয়েছিলেন তিনি। ১৩তম হওয়ায় ফাইনাল রাউন্ডে খেলা হয়নি আরেক বাংলাদেশি আনোয়ার হোসেনের।