• " />

     

    ভারত নয়, আরব আমিরাতে এশিয়া কাপ

    ভারত নয়, আরব আমিরাতে এশিয়া কাপ    

    ২০১৮ সালের এশিয়া কাপ ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের ১৩ থেকে ২৮ তারিখের মধ্যে এই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। 

    ২০১৬ সালে বাংলাদেশে ১৩তম আসর বসেছিল এশিয়া কাপের, এরপরেরটি হওয়ার কথা ছিল ভারতে। তবে পাকিস্তানের সঙ্গে তাদের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আরব আমিরাতে এশিয়া কাপ স্থানান্তর করাটাই শ্রেয় মনে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসির, ‘এসিসি এই বিষয় নিয়ে ভেবেছে, এবং এটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে’, ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন সংস্থার চেয়ারম্যান নাজাম শেঠি। 

    এবারের এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে খেলবে বাড়তি একটি দল। তবে সে জায়গার জন্য প্লে-অফ খেলতে হবে আরব আমিরাত, হংকং, নেপাল ও ওমানকে। 

    বাংলাদেশ গত আসরে ফাইনাল খেলেছিল ভারতের বিপক্ষে, যা ছিল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর আগে ২০১২ সালেও ফাইনালে উঠেছিল বাংলাদেশ।