• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ স্মিথ-ওয়ার্নার

    কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ স্মিথ-ওয়ার্নার    

    এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে। আগামী বছরের বিশ্বকাপের আগেই ফেরার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বিশ্বকাপ খেলার স্বপ্ন বড় ধাক্কা খেল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দুজনই। 

    অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনস বলছেন, ঘোষিত চুক্তিতে থাকা ২০ জনকে নিয়েই ইংল্যান্ড বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া, 'স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই অস্ট্রেলিয়া দল যথেষ্ট শক্তিশালী। আর নতুন চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিয়েই আগামী বিশ্বকাপে খেলার চিন্তা করছে দল।' 

    চুক্তির তালিকায় এসেছেন পাঁচ নতুন মুখ। ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, মার্কাস স্টোয়নিস ও অ্যালেক্স ক্যারি প্রথমবারের মতো জাতীয় দলের চুক্তিতে এলেন। 

    চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকাঃ অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিন পেইন, ম্যাট রেনশ', ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, মার্কাস স্টোয়নিস, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক।