চ্যানেল নাইনের সঙ্গে ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করল ক্রিকেট অস্ট্রেলিয়া
চ্যানেল নাইনের সঙ্গে প্রায় চল্লিশ বছরের সম্পর্ক ছিন্ন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নাইনের সঙ্গে সম্প্রচার স্বত্ব হারিয়েছে বিগব্যাশ দেখানো টেন নেটওয়ার্কও। দ্য সেভেন নেটওয়ার্ক ও ফক্সটেল কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের প্রচার স্বত্ব। প্রায় ১.১৮২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে হয়েছে এ চুক্তি, পরবর্তী ছয় বছরের জন্য। সিএ অবশ্য এক্ষেত্রে বেশ ‘লাভ’ করেছে বলতে হবে, এর আগের পাঁচ বছর মেয়াদি চুক্তি থেকে একলাফে অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ৬০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
সেভেন ও ফক্সটেল যৌথভাবে অস্ট্রেলিয়ার হোম সিরিজের সব আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া লিগ, বিগব্যাশ ও উইমেনস বিগব্যাশের ম্যাচ প্রচার করবে। এই প্রথম মেয়েদের ক্রিকেটের সব ম্যাচ বিনা পয়সায় টেলিভিশনে প্রচার করা হবে। ডিজিটাল রাইটসের ক্ষেত্রে ফক্স স্পোর্টস ও ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গেও চুক্তি করেছে সিএ। যেসব ম্যাচ টেলিভিশনে প্রচার করা হবে না, সেসবের লাইভ স্ট্রিমিং করবে তারা।
৪০ বছর অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা চ্যানেল নাইনকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। ধন্যবাদ জানিয়েছেন টেন নেটওয়ার্ককেও। টেলিভিশনে ক্রিকেট সম্প্রচারের অন্যতম দিকপাল ছিল চ্যানেল নাইন, ক্রিকেটে রীতিমত বিপ্লব ঘটিয়েছিলেন এর মালিক কেরি প্যাকার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ইতিহাস শেষ হওয়ার অর্থ, নাইনের ধারাভাষ্য দলের ভবিষ্যতও এখন অনিশ্চয়তার মুখে। ইয়ান চ্যাপেল, বিল লউরি, মার্ক নিকোলাস, মার্ক টেইলর, মাইকেল স্ল্যাটার, শেন ওয়ার্ন ও ইয়ান হিলির সঙ্গে চুক্তি ছিল নাইনের।
১৯৯৯ সালে অবসর নেওয়ার পর থেকে নাইনে ধারাভাষ্য দিয়ে আসা হিলি বুঝতেই পারছেন না, নাইন ছাড়া তার জীবনটা কেমন কাটবে! আর টেন নেটওয়ার্ক সরে যাওয়াতে বিগব্যাশে জনপ্রিয় হয়ে ওঠা রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়াহ ও ড্যামিয়েন ফ্লেমিংরাও এখন নাও থাকতে পারেন এই টি-টোয়েন্টি লিগের ধারাভাষ্যে।