• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    আর স্লেজিং করবে না অস্ট্রেলিয়া!

    আর স্লেজিং করবে না অস্ট্রেলিয়া!    

    বল টেম্পারিং কেলেঙ্কারির এক ঝটকায় এলোমেলো হয়ে গিয়েছিল সবকিছু। অস্ট্রেলিয়া দলকে নিজেদের ‘ক্রিকেট সংস্কৃতি’ বদলাতে হবে, এমন সুর তুলেছিলেন দলের সাবেক ড্যারেন লেম্যানসহ কোচসহ অনেকেই। দক্ষিণ আফ্রিকা সফরে স্মিথের দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক বনে যাওয়া টিম পেইন বলছেন, সংস্কৃতি বদলের সূচনা হিসেবে স্লেজিং থেকে দূরে থাকবে অজিরা!

     

     

    অস্ট্রেলিয়া আর স্লেজিং, এ যেন একে অন্যের প্রতিশব্দ। সেই স্লেজিং থেকে সরে আসার অপ্রত্যাশিত ঘোষণাটাই দিলেই পেইন, ‘আমার মনে হয় না স্লেজিং জিনিসটা আর থাকবে দলে। প্রতিপক্ষের সাথে কথা হয়ত বলবে কেউ কেউ, তবে সেটা আগের মতো না। দলের ‘সংস্কৃতি’ বদল নিয়ে অনেক কথা হয়েছে ওই ঘটনার পর। সেটারই একটা অংশ এটা।’

    সমর্থক ও প্রতিপক্ষের মাঝে অস্ট্রেলিয়ার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে চান পেইন, ‘আমাদের সবার প্রথম লক্ষ্য হচ্ছে, দেশের দর্শকের সম্মান ও বিশ্বাসটা পুনরুদ্ধার করা। এটা দলের জন্য বড় একটা চ্যালেঞ্জও বটে। এটা নিয়ে আমি স্মিথের সাথেও কথা বলবো। কারণ সেও চাইত দলে পরিবর্তন আসুক।’

    অ্যারন ফিঞ্চ বলেছিলেন, অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পেতে চান। পেইনও আভাস দিলেন, ওয়ানডেতে নতুন অধিনায়ক আসছে, ‘আমি আপাতত টেস্টের অধিনায়কই আছি। ২-৩ সপ্তাহের মাঝেই নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা হতে পারে। এটা নিয়ে বোর্ড আলোচনা করছে।’