• " />

     

    ১০০ বলের ক্রিকেটের পক্ষে রুটও

    ১০০ বলের ক্রিকেটের পক্ষে রুটও    

    ফরম্যাটটি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিস্তর আলোচনা। ১০০ বলের ইনিংসের ক্রিকেটের কি আদৌ কোনো দরকার আছে? ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কেনই বা আনছে এটা? পক্ষে-বিপক্ষে মত আসছে অনেক। ইংল্যান্ড অধিনায়ক জো রুট কিন্তু এই নতুনতম ফরম্যাটের পক্ষেই আছেন।

    ইসিবি ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছিলেন, নতুন দর্শক টানার জন্যই এই ফরম্যাটের কথা ভেবেছে বোর্ড। রুটও তার সাথে একমত, ‘এই ফরম্যাট অনেক দর্শক আনবে মাঠে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। যত বেশি শিশু কিশোররা খেলা দেখতে আসবে, ক্রিকেটের ততোই লাভ। অনেকে হয়ত বলবেন, এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি করবে। সবাইকে মনে রাখতে হবে, ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকের প্রয়োজন।’

    তবে এই ফরম্যাটের কারণে যেন অন্য ফরম্যাটের কোনো ক্ষতি না হয় সেদিকেও সতর্ক থাকতে বললেন রুট, ‘আমাদের খুব সাবধান থাকতে হবে এই ব্যাপারটায়। অন্য ফরম্যাটের সাথে তুলনা করলে হবে না। দর্শক আসবেন, উপভোগ করবেন। এরপর তারা ওয়ানডে ও টেস্ট দেখার জন্য আসবেন, এটাই লক্ষ্য হওয়া উচিত। আইসিসি ও অন্যদের মিলে এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’