• ইউয়েফা সুপার কাপ
  • " />

     

    অভিশাপ কাটাতে পারবেন এমেরি ?

    অভিশাপ কাটাতে পারবেন এমেরি ?    

    অভিশাপই বলতে হবে। ক্যারিয়ারে অনেক কিছু পেয়েছেন, ইউরোপা লিগ জিতেছেন একাধিকবার। কিন্তু এখন পর্যন্ত কখনও বার্সেলোনার সঙ্গে জিততে পারেনি উনাই এমেরি। তবে সেভিয়া কোচ সেই  ফাঁড়াটা কাজে লাগানোর সুযোগ পেয়ে যাচ্ছেন আজ রাতেই। উয়েফা সুপার কাপের বার্সেলোনা আজ যে সেভিয়ার মুখোমুখি !

     

     

    সোনায় মোড়ানো একটা মৌসুম কেটেছে বার্সার। কোপা ডেল রে, লা লিগার পর জিতেছে চ্যাম্পিয়নস লিগও। এবার সেটাকে আরও বাড়ানোর সুযোগ। ছয় মৌসুমের প্রথমটি জেতার সুযোগ আজই পেয়ে যাবে বার্সা।

     

     

    একটা ধাক্কা অবশ্য দুইদিন আগেই পেয়ে গেছে বার্সেলোনা। মাম্পসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। আজ তো বটেই, সামনের সপ্তাহে স্প্যানিশ সুপার কাপেও মাঠে নামা হচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেড  পেদ্রোর যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, আজ নেইমারের জায়গা নিতে পারেন এই উইঙ্গার।

     

     

    উয়েফা সুপার কাপে দুই দলের সর্বশেষ দেখাটা বার্সেলোনার জন্য সুখকর কিছু নয়। ২০০৬ সালে সেই ম্যাচে সেভিয়া ৩-০ গোলে হারিয়েছিল রাইকার্ডের বার্সেলোনাকে। পুয়োল, রোনালদিনহোদের বার্সার নিচে নামার শুরু সেই ম্যাচ দিয়েই।

     

     

    তবে উনেই এমেরিকে এসব খুব আশা দেখাতে পারছে না। ক্যারিয়ারে সেভিয়া তো বটেই, ভ্যালেন্সিয়া, আলমেরিয়া ও সেভয়ার হয়ে মোট ১৯টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার সঙ্গে। জিততে পারেননি একটিও। এর মধ্যে ১৩টি ম্যাচ হেরেছেন, ড্র করতে পেরেছেন ছয়টি ম্যাচে। আজও কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে?