• ক্লাব ফুটবল
  • " />

     

    ডি গিয়া যখন ক্যারিয়াস

    ডি গিয়া যখন ক্যারিয়াস    

    ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গতকাল মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে টানেল ধরে মাঠের দিকেই এগুচ্ছিলেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। পেছন থেকে পরিচিত স্বরে, দুইজন ডাক দিলেন তাকে। "ক্যারিউস, ক্যারিউস"! সেই ডাক শুনে ফিরেও তাকালেন ডেভিড ডি গিয়া। এরপর শুভেচ্ছা বিনিময়য়, ডি গিয়া জড়িয়ে ধরলেন দুইজনকে।

    ওই দুইজন ছিলেন রিয়াল মাদ্রিদের লুকাস ভাসকেজ আর মার্কো আসেনসিও। স্পেন জাতীয় দলে সম্ভবত নতুন একটা ডাক নামই পেয়েছেন ডি গিয়া। সেই নাম ধরেই সতীর্থকে মজা করে ডাকছিলেন স্টেডিয়ামের টানেলে দুইজন। স্প্যানিশ টিভি গোলের ভিডিওতে ধরা পড়েছে স্প্যানিশ সতীর্থদের ওই মুহুর্তটা। 

    চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় দুইটি ভুল করেছিলেন লিভারপুল গোলরক্ষক লরিস ক্যারিয়াস। পরে বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেভিড ডি গিয়াও একটা বড় ভুল করে বসেছিলেন। তাতে স্পেন গোলও হজম করেছিল। সেখান থেকেই বোধ হয় নতুন ডাক নামটা পেয়েছিলেন ডি গিয়া! আর নামটা কাদের দেওয়া, সেটাও বোধ হয় আন্দাজ করা যায় সহজেই!