নিউজিল্যান্ডের নতুন কোচ স্টেড
দুই মাস আগে খালি হয়েছিল কোচের পদ। নিউজিল্যান্ড অনেকটা হন্যে হয়েই খুঁজছিল নতুন কোচ। অবশেষে কোচের সন্ধান পেল ব্ল্যাক ক্যাপসরা। সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান গ্যারি স্টেডকেই কোচ হিসেবে পাচ্ছেন কেন উইলিয়ামসরা।
গত জুনে পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছিলেন কোচ মাইক হেসন। হেসনের উত্তরসূরি হিসেবে আনা হলো স্টেডকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার সাথে দুই বছরের চুক্তি করেছে। যদিও অভিজ্ঞতার দিক দিয় অনেকটাই পিছিয়ে স্টেড। নিউজিল্যান্ড মহিলা জাতীয় দলের কোচ ছিলেন, কোচিং করিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরি মহিলা দলেরও। এখন পর্যন্ত কোনো পুরুষ দলের কোচিং করাননি। মহিলা দলের হয়ে অবশ্য ভালোই সাফল্য পেয়েছেন, ক্যান্টারবেরিকে জিতিয়েছেন ৪টি শিরোপা। জাতীয় দলও তার অধীনে খেলেছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফাইনাল।
নিউজিল্যান্ড গত কয়েক বছরে যে ভালো ক্রিকেট খেলছে, সেটাকেই ধরে রাখতে চান স্টেড, ‘৪-৫ বছর ধরে দলটা দারুণ খেলছে। এটা ধরে রাখাই হবে প্রধান চ্যালেঞ্জ। উইলিয়ামসের মতো অধিনায়ক আছে তাদের। অনেক সিরিজ ও ট্রফি জেতাই সবার লক্ষ্য।’
আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু হবে স্টেডের।