'নায়ক' হওয়ার সুযোগ হারালেন মাহমুদউল্লাহ
স্কোর
জ্যামাইকা তালাওয়াস ২০ ওভারে ১৭৮/৪ ( টেলর ৫১*, লুইস ৪৯)
সেন্ট কিটস অ্যান্ড নেভিস ২০ ওভারে ১৩১/৯ ( মাহমুদউল্লাহ ২২, গেইল ২৪, সান্তোকই ২/১৩)
জ্যামাইকা ৪৭ রানে জয়ী
প্রথম ম্যাচে খুব বেশিকিছু করে দেখাতে না পারলেও জিতেছিল দল। সিপিএলে এই মৌসুমের দ্বিতীয় ম্যাচে আর জেতা হলও না মাহমুদউল্লাহদের। জ্যামাইকা তালাওয়াসের কাছে ৪৭ রানে হেরেছে মাহমুদউল্লাহর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস।
এই ম্যাচে অবশ্য নায়ক হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এসেছিল মাহমুদউল্লাহর সামনে। ১৭৭ রান তাড়া করতে নেমে ৫৪ রানের ৪ উইকেট হারায় সেন্ট কিটস। ক্রিজে নেমে মাহমুদউল্লাহ শুরু থেকেই ছিলেন দারুণ টাচে। অ্যাডাম জাম্পার দ্বিতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ছয় ও চার মেরে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন। পরের ওভারে ইমাদ ওয়াসিমের বলেই দুর্দান্ত এক স্কয়ার কাটে মুগ্ধতা ছড়ান।
মাহমুদউল্লাহর ভেলায় ভেসে জিতবে সেন্ট কিটস, এমনটাই যখন আশা করছেন সবাই, তখনই এলো সেই হতাশার মুহূর্ত। আগের ওভারেই যে জাম্পাকে তুলধুনো করেছিলেন, সেই জাম্পার বলেই ফিরলেন মাহমুদউল্লাহ। জাম্পার গুগলি বুঝে উঠতে পারেননি, হয়েছে বোল্ড। ১৫ বলে ২২ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ ফিরলে শেষ হয়ে যায় দলের জয়ের স্বপ্নও। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩১ রানে থামে সেন্ট কিটসের ইনিংস।
আগের ম্যাচে মাত্র এক ওভার করার সুযোগ পেয়েছিলেন। আজকের ম্যাচে মাহমুদউল্লার হাতে বল তুলে দেননি সেন্ট কিটস অধিনায়ক ক্রিস গেইল।