ক্রিকেটকে বিদায় বললেন জনসন
জাতীয় দলকে বিদায় বলেছিলেন তিন বছর আগেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাই শুধু চালিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন। এবার পুরোপুরি অবসর জীবনে প্রবেশ করতে চান তিনি। আজ ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কখনোই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা যাবে না তাকে।
৩৬ বছর বয়সী জনসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ২০১৫ সালের ১৫ নভেম্বর। এরপর কেবল আইপিএল ও বিগ ব্যাশ খেলেছেন। ২০১৬ সালের বিগ ব্যাশে তার দুর্দান্ত বোলিংয়েই শিরোপা জেতে পার্থ। এই বছরের শুরুতে আইপিলের গত সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষবার খেলতে দেখা গেছে তাকে।
জনসন বলছেন, আর কখনোই বল করতে দেখা যাবে না তাকে, ‘আমি আমার ক্যারিয়ারের শেষ বলটা করে ফেলেছি। শেষ উইকেট নিয়ে ফেলেছি, সব শেষ। সব ধরনের ক্রিকেট থেকেই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করেছিলাম ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত খেলব। কিন্তু আমার শরীর আর সায় দিচ্ছে না। গত আইপিএলে পিঠের ব্যথাটা খুব ভুগিয়েছে। এটাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে, বিদায় বলার সময় এসে গেছে। শতভাগ না দিতে পারলে আসলে আমি খেলতে চাই না। সবাইকে ধন্যবাদ এত বছর আমার পাশে থাকার জন্য।’
জনসনের আগুন ঝরানো বোলিং নিশ্চয়ই মিস করবেন ক্রিকেট ভক্তরা।