• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট মানতে হবে : ফাখার জামান

    বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট মানতে হবে : ফাখার জামান    


    আইসিসির শেষ বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তারাই। যে ইংল্যান্ডে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান, সেখানেই পরবর্তী বিশ্বকাপ। সে টুর্নামেন্টেও পাকিস্তানকে অন্যতম ফেবারিট মনে করছেন ওপেনার ফাখার জামান। 

    ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখন পাঁচে পাকিস্তান। তবে দলীয় সমন্বয়ে পাকিস্তান যে শক্তিশালি, ফাখার মনে করিয়ে দিচ্ছেন সেটাই, “পাকিস্তানের বর্তমান কম্বিনেশনটা দুর্দান্ত। সাম্প্রতিক সময়ে আমাদের ফলই সেটার প্রমাণ।” 

    “আমরা শিরোপা জিততেই ইংল্যান্ডে যাব।

    “এ টুর্নামেন্টে গেলে আমাদের দলকে ফেবারিট মানতে হবে, আমার মনে হয়।” 

    পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জেতাতে সহায়তা করেছিলেন ফাখারের ১০৬ বলে ১১৪ রানের ইনিংস। গত মাসে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ডাবল সেঞ্চুরি করেছেন ফাখার। 

    ফাখারদের সামনে অবশ্য এখন এশিয়া কাপ চ্যালেঞ্জ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে এ টুর্নামেন্টে খেলবে আরেকটি দল। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এশিয়া কাপ ফিরছে পুরোনো রুপে, পঞ্চাশ ওভারের ম্যাচে। 

    “এ মুহুর্তে আমার সব লক্ষ্য এশিয়া কাপকে ঘিরেই”, বলছেন ফাখার, “বিশ্বকাপ গুরুত্বপূর্ণ। তবে সেটা নিয়ে পরিকল্পনা করার মতো সময় আসেনি এখনও।” 

    ওয়ানডেতে নিয়মিত হলেও টেস্টে এখনও অভিষেক হয়নি ফাখারের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে থাকলেও টেস্ট ক্যাপটা এখনও পরা বাকি তার। তবে এসব সফর থেকে শিখে নিজের টেকনিকে উন্নতি করেছেন বলেও জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।