• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    দুদিকে বেঁকে যাচ্ছে বিসিবি ও রবির পথ

    দুদিকে বেঁকে যাচ্ছে বিসিবি ও রবির পথ    

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। দ্বিতীয় মেয়াদে রবির সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী বছর জুন পর্যন্ত। তবে বোঝাপড়ার টানপোড়েনে দুইপক্ষের পথ সময়ের আগেই দুইদিকে বেঁকে যাচ্ছে বলে খবর। 

    বিডিনিউজটোয়েন্টিফোরকে রবির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবাজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।”

    অবশ্য বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এখনও কিছু। ২৫ আগস্ট বিসিবির অফিশিয়াল মেইলের বডিতেও ছিল রবির লোগো। জাতীয় দল ছাড়াও ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, মেয়েদের দলও ছিল রবির স্পন্সরশিপের আওতায়। ২০১৫ সালে প্রথম মেয়াদে রবি অ্যাক্সিয়াটার সঙ্গে চুক্তি হয়েছিল বিসিবির। আরেক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনকে টপকে স্পন্সরশিপ পেয়েছিল রবি। গত বছর দ্বিতীয় মেয়াদে তাদের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছিল। 

    এর আগে সাহারা ইন্ডিয়া পরিভারের সহযোগি প্রতিষ্ঠান আমবি ভ্যালির সঙ্গেও বিসিবির চুক্তি শেষ হয়েছিল মেয়াদের প্রায় ১৫ মাস আগেই। ২০১৬ সালের জুনে তাদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল। এরপর পাকিস্তানের সঙ্গে সিরিজে স্পন্সরশিপ পেয়েছিল টপ অফ মাইন্ড, যারা সেটা বিক্রি করেছিল প্রাণ-আরএফএল গ্রুপের কাছে।