• " />

     

    অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ আনছে আল-জাজিরা

    অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ আনছে আল-জাজিরা    

    সাবেক ও বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ নিয়ে আসছে টেলিভিশন চ্যানেল আল-জাজিরা। সামনে প্রচার করা হবে আরেকটি তথ্যচিত্র। এর আগে একটি তথ্যচিত্রে স্পট-ফিক্সিংয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুটি টেস্টে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ এনেছিল তারা। 

    ২০১১ সালে “ঐতিহাসিক ম্যাচসমূহ”-তে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, বলছে ইএসপিএনক্রিকইনফো। ২০১১ সালে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া, বিশ্বকাপ খেলেছিল উপমহাদেশে, এরপর দ্বিপক্ষীয় সিরিজের সফর ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায়। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, সিএ-র একটি ইউনিট এসব অভিযোগের ওপর কাজ করছে। 

    এদিকে আল-জাজিরায় উল্লেখিত আনিল মুনাওয়ার নামে এক ব্যক্তির পরিচয় চেয়ে জনসাধারণকে অনুরোধ করেছে আইসিসি। আল-জাজিরার আগের তথ্যচিত্রে “স্পট ফিক্সিংয়ে সংশ্লিষ্ট” বাকি সবার পরিচয় জানার পর কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা, তবে তারা জানতে পারেনি এই মুনাওয়ারের পরিচয়ই। 

    সেই তথ্যচিত্র প্রচারের পর থেকেই আল-জাজিরার কাছে অসম্পাদিত ভিডিও ফুটেজ চেয়ে এসেছে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তাদের সাড়া মেলেনি। আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, আল-জাজিরার অসহযোগিতার পরও এসব অভিযোগকে তারা গুরুত্ব সহকারে নিয়ে কাজ করে যাচ্ছেন। 

    আইসিসির দুর্নীতি-বিরোধি কমিশনের প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, “আমরা যা এরই মাঝে জানি, তার ওপর ভিত্তি করে একটি বেটিং-বিশ্লেষণ কমিটিকে এসব অভিযোগ পরীক্ষা করে দেখতে সংশ্লিষ্ট করেছি। প্রথম তথ্যচিত্রের মতই ব্রডকাস্টারদের সহযোগিতা আমরা চেয়ে যাব। আমাদের চাওয়া অসম্পাদিত ভিডিও ফুটেজ, যাতে করে আমরা পুরো চিত্রটা বুঝতে পারি। যাতে করে আমাদের তদন্ত গভীর ও ন্যায্য হয়।” 

    প্রথম তথ্যচিত্র ইংল্যান্ড-ভারত ও অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার দুটি টেস্টে স্পট ফিক্সিং হয়েছিল বলে প্রচার করেছিল আল-জাজিরা। দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সম্পৃক্ত ছিলেন বলেও দাবি করেছিল তারা। তবে সে দুজন ক্রিকেটার কে- তা বলা হয়নি। শ্রীলঙ্কায় একটি মাঠের পিচ “ডক্টরিং”-এর অভিযোগও এনেছিল তারা। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও সেই কিউরেটর- দুই পক্ষই অস্বীকার করেছিল এমন অভিযোগ।