• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    ৪৮ ম্যাচ পর গোল পেলেন স্ট্রাইকার!

    ৪৮ ম্যাচ পর গোল পেলেন স্ট্রাইকার!    

     

    শেষ কবে গোল পেয়েছেন? প্রশ্নটা হয়ত বহুবার শুনতে হয়েছে তাকে। সময়টা তো কম হলও না, প্রায় তিন বছর! এত লম্বা সময় আগে গোলের দেখা পেয়েছিলেন সাইদো বেরাহিনো। দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে অবশেষে বল জালে জড়ালেন। কারাবাও কাপে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৯১৩ দিন পর গোল করেছেন স্ট্রাইকার বেরাহিনো।

    বছরের হিসেবে প্রায় তিন, দিনের হিসেবে ৯১৩। বেরাহিনো গোল পাননি পাক্কা ৪৮ ম্যাচ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষবার গোল পেয়েছিলেন ওয়েস্ট ব্রমের হয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর পরের মৌসুমে ১২ মিলিয়ন পাউন্ডে আসেন স্টোক সিটিতে। তবে এখানে এসে গত দুই মৌসুমে একটিও গোল করতে পারেননি।

    গোল না পাওয়ায় প্রথম একাদশে জায়গাও হারিয়েছিলেন বেরাহিনো। গতকাল কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দলে অনেক পরিবর্তন আনায় মাঠে নামেন এই ২৫ বছর বয়সী স্ট্রাইকার। শেষ পর্যন্ত ভাগ্যদেবী ফিরে তাকিয়েছে তার দিকে। ফুটবল মাঠে ৪০ ঘণ্টা ১৬ মিনিট গোল না পাওয়ার হতাশা ঘুচেছে দারুণ এক গোলে। ৫৩ মিনিটে তার গোলেই এগিয়ে যায় স্টোক। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ২-০ গোলে।