• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    জুনিয়রদের পারফরম্যান্স 'হাইলাইট' হচ্ছে না : সৌম্য

    জুনিয়রদের পারফরম্যান্স 'হাইলাইট' হচ্ছে না : সৌম্য    

    এশিয়া কাপে গ্রুপ-পর্বে বাকি দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের ব্যাটিংকেই এগিয়ে রাখছেন ওপেনার সৌম্য সরকার। ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই এমন ভাবনা তার। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে অবশ্য জিতেছে আফগানিস্তান, এর আগে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টেও। 

    ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সে দলে অবশ্য ছিলেন না সৌম্য, ফর্মটা ভাল যাচ্ছিল না মোটেও। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ হয়েছিলেন। তবে এরপর ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে রানের দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার। সব মিলিয়ে জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স সিনিয়রদের ওপর চাপ ফেলছেন কিনা, প্রশ্ন উঠেছে এমনও। সৌম্য মনে করছেন, ভাল করার চ্যালেঞ্জটা নিতে হবে তার মতো তরুণদের। 

    “তরুণদের তো সবসময়ই চ্যালেঞ্জ থাকে। কেননা সিনিয়ররা সবসময় পারফর্ম করে, আমরাও যদি করি তাহলে ফলাফল আনতে সুবিধা হবে। ওদের পাঁচজনের (মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ) সাথে আমরা যদি দিনকে দিন একটু একটু করেও পারফর্ম করি তাহলে ফলাফল ভালো হবে।”

    “ওয়ানডে কিভাবে খেলতে হয়, এখন আমরা সেটা জানি। সিনিয়ররা তো পারফর্ম করছেই। জুনিয়ররাও করছে, কিন্তু সেভাবে হাইলাইট হচ্ছে না। আমার কাছে মনে হয় ওদের যে স্ট্রং জোন বা আমাদের যে খেলার ধরন, এই মুহুর্তে আমরা এগিয়ে।”  

    ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ওয়ানডেতে কাকে খেলানো হবে এশিয়া কাপে, নিশ্চিত নয় সেটাও। ওপেনিং ছাড়া অন্য যে কোনও পজিশনেও সৌম্যর খেলতে আপত্তি নেই, “সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে খেলে দলকে জেতাতে পারি বা দলকে সাহায্য করতে পারি তাহলেই হলো। তাই আমি ওপেন করি বা সাতে খেলি, আমার কাজ হবে পারফর্ম করা।”

    নিজের একই ধরনের আউট হওয়ার ভঙ্গি নিয়ে সৌম্যর ব্যাখ্যা, “আসলে এক এক জনের নেওয়ার ধরন একেক রকম। দেখা যাচ্ছে কেউ আজকে মারার বলটা মারতে গিয়ে আউট হয়ে গেল, সে আর পরের দিন ওই বলে মারবে না। আবার দেখা গেল কেউ একটা মারার বল ছেড়ে দিল, পরে আবার ওই বলেই মারতে গেল, এটা আসলে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম।”

    “আমি আসলে মারার বলটা মারি সবসময়। কোচের কথা জানি না, কিন্তু আমি পাওয়ার ক্রিকেট খেলি। মারার বলটা সবসময় মারার চেষ্টা করি।”