• " />

     

    খেলা নিয়ে লেখার কর্মশালা

    খেলা নিয়ে লেখার কর্মশালা    

    খেলা নিয়ে লিখতে অনেকেই চান। তবে হয়তো শুরুর পথটি চিনে নিতে অনেকেরই সমস্যা হয়। ক্রীড়া সাংবাদিকতার অ-আ-ক-খ নিয়েও আছে অনেকের মধ্যে প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর এবং ক্রীড়া সাংবাদিকতা ও লেখার পথটা আপনাদের চিনিয়ে দিতে প্যাভিলিয়ন আয়োজন করেছে খেলা নিয়ে লেখার কর্মশালা।

     

    সংক্ষেপে কোর্স বিবরণীঃ

     

    কোর্স সঞ্চালকঃ মোহাম্মদ ইসাম (বাংলাদেশ প্রতিনিধি, ইএসপিএন ক্রিকইনফো)

    সময়ঃ দেড় ঘন্টা (দৈনিক)

    দিনঃ ৪ দিন (শুক্রবার/শনিবার দুপুর ৪টা) 

    রেজিস্ট্রেশন ফিঃ ২০০০ টাকা 

    কর্মশালার ঠিকানাঃ ১৬৬, মিরপুর রোড, কলাবাগান, ঢাকা-১২০৫  

     

    কোর্সে যা যা থাকছেঃ

    - কীভাবে একজন ক্রীড়া সাংবাদিকের চোখে খেলাটি দেখবেন?

    - খবর এবং ফিচার লেখার প্রাথমিক জ্ঞান

    - ভালো সাক্ষাৎকার নেয়ার খুঁটিনাটি

    - কীভাবে চাপ সামলে লিখবেন?

    ... এবং আরও অনেক কিছুই! 

     

    নিয়মাবলীঃ

     

    ১। কর্মশালায় অংশগ্রহণের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় পড়ুয়া/স্নাতক

    ২। রেজিস্ট্রেশন করার শেষ সময়: ৪ সেপ্টেম্বর, ২০১৮; কর্মশালা শুরু হবার সম্ভাব্য তারিখ: ৭ সেপ্টেম্বর, ২০১৮

    ৩। রেজিস্ট্রেশন ফি প্রদান করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে, কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে

    ৪। সম্ভাব্য ক্লাসের সময়সূচীঃ সেপ্টেম্বর ৭, সেপ্টেম্বর ১৪, সেপ্টেম্বর ২২, সেপ্টেম্বর ২৯ (৪ শুক্রবার, সময়ঃ বিকাল ৪ঃ০০-৫ঃ৩০)

    রেজিস্ট্রেশন ফিঃ ২০০০ টাকা (বিকাশ/রকেটের ক্ষেত্রে অতিরিক্ত ৪০ টাকা চার্জ প্রযোজ্য)। নগদ প্রদানের ক্ষেত্রে সরাসরি 'প্যাভিলিয়ন' অফিসে এসে প্রদান করতে হবে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এই ব্যাপারে বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারেঃ ০১৫২১১০১০৬১, ০১৬৭৫৮৮৯৬২১। বিকাশ/রকেট এর মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে-- বিকাশ নাম্বারঃ ০১৮১৮-০৭৪৮৮৯; রকেট নাম্বারঃ ০১৭৯১-৯২৭৩৩৭

    রেজিস্ট্রেশন করুন এখানে

    যোগাযোগঃ ০১৫২১১০১০৬১, ০১৬৭৫৮৮৯৬২১

    মেইলঃ info@pavilion.com.bd