রবি এভাবে চলে যাবে, সেটা ভাবি নাই : বিসিবি প্রেসিডেন্ট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনশরশিপ চুক্তি থেকে রবি আজিয়াটার সরে যাওয়াটা দুঃখজনক বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। আগামী বছরের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও সেটা শেষ হওয়ার আগেই সরে গেছে রবি। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, সাংঘর্ষিক ব্র্যান্ডের সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিগত চুক্তিই রবির সরে যাওয়ার কারণ।
তবে রবির দাবি মেনে নিয়ে কাজ শুরু করে দেওয়ার পরও তাদের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেবে, এমনটি বিসিবি ভাবতে পারেনি বলেও জানিয়েছেন নাজমুল। এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরিও এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে জানিয়েছিলেন, আইনি পরামর্শের পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তারা।
“মূল টেন্ডারে এমন শর্ত ছিল না। তবে এমন অভিযোগ ছিল সবসময়ই”, নাজমুল জানিয়েছেন, “অনেক টাকা দিয়ে যদি তারা চুক্তি করে, আর তাদের প্রতিদ্বন্দ্বিরা এক কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন করিয়ে নেয়, তাহলে তো তাদের লাভ হলো না। এটা ছিল ওদের কথা। আর এটা বিশ্বব্যাপি নিয়ম আছে।”
“(তবে) ওদের কথা শুনে ক্রিকেটারদের কাছ থেকে সই করিয়েছি, তবে এরপরও চলে যাবে- এটা দুঃখজনক। এটা আমরা ভাবি নাই। ওরা চুক্তিতে আসার পরও বাকি যেসব ক্রিকেটার ছিল- মাশরাফি (বিন মুর্তজা), তামিম (ইকবাল)- তারাও সই করে দিয়েছে, আগের চুক্তি বাতিল করেছে।”
নতুন স্পন্সরের পেলে এখনই দীর্ঘমেয়াদী চুক্তিতে নাও যেতে পারে বিসিবি, “দুইটা অপশন। এখনই একজনকে নেওয়া। আরেকটা হলো, মাস চারেক পর নতুন বছরে আরেকজনকে নেওয়া। এখন সিরিজ ধরে ধরে বা চার মাসের জন্যও একজনকে নেওয়া যায়। আশা করি ভাল কাউকেই পাব।”