• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    ওয়েস্ট ইন্ডিজে সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি : মুস্তাফিজ

    ওয়েস্ট ইন্ডিজে সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি : মুস্তাফিজ    

    বল হাতে তিনি যতটা সরব, ততোটাই নীরব সংবাদমাধ্যমের সামনে। মুস্তাফিজুর রহমান বেশ স্বল্পবাক, বেশ কিছুদিন পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসেও কাজ সারলেন স্বল্প কথাতেই। জানালেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছেন মাত্র। নিজের পুরো ছন্দটা ফিরে পাননি এখনও। 

    আইপিএল থেকে বয়ে নিয়ে আসা চোট নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে শেষমুহুর্তে ছিটকে পড়েছিলেন এই বাঁহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন, ফিরেছেন ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ওয়ানডেতে নিয়েছেন ৩২.৪ গড়ে ৫ উইকেট, তিন টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়েছেন ১২.৩৭ গড়ে। টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন, তবে খরুচেও ছিলেন বেশ। দ্বিতীয় ম্যাচে ওভারপ্রতি গুণেছিলেন ১২.৫০ রান করে। 

     “ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারি নি। আমি বলব, আমি নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের ছন্দের বিষয় আছে। ছন্দ ভালো থাকলে মারও খেতে হতে পারে, আবার ভালোও 
    করতে পারি। আমি এখন সুস্থ আছি, তবে আমার ছন্দটা আরও ভালো হওয়া সম্ভব”, বলছেন মুস্তাফিজ।  

    “আমার মনে আমার এখনো সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে।”

    এশিয়া কাপে আরব আমিরাতের কন্ডিশনে কেমন উইকেট পান, সেদিকেই চেয়ে আছেন এই পেসার, “সেখানকার গরম প্রায় আমাদের দেশেরই মত। অত আহামরি পরিবর্তন নেই। আমি ২০১৪ সালে খেলেছিলাম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তখন যেই মাঠে খেলেছি সেই মাঠেই এবার খেলা হবে। সব কিছু প্রায় আমাদের মতই হবে। এখন এসিসি কি উইকেট দেয়া সেটা দেখার বিষয়।”

    নিজে পুরো ছন্দ ফিরে না পেলেও বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ ঠিকই আছে বলে মত তার, “সবাই কমবেশি ভালো করছে। আমরা শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। সবাই ভালো ছন্দে আছে, আশা করি এই ছন্দটা সামনে কাজে লাগবে।”