• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    এশিয়া কাপে থাকছেন না কোহলি-পান্ডিয়া?

    এশিয়া কাপে থাকছেন না কোহলি-পান্ডিয়া?    

    আর দুই সপ্তাহ পরেই শুরু এশিয়া কাপের এবারের আসর। আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মাঝে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভারতও দল ঘোষণা করবে খুব শীঘ্রই। জানা গেছে, এশিয়া কাপে নাও খেলতে পারেন অধিনায়ক বিরাট কোহলি ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াসহ অনেকেই।

    ইনজুরি কাটিয়ে ফিরে গত কয়েকমাস ধরে টানা ক্রিকেট খেলছেন কোহলি। পান্ডিয়াও তার মতই খেলে যাচ্ছেন কোনো বিশ্রাম ছাড়াই। বছরের শেষেই আসছে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর। ওই সফরকে সামনে রেখে কোহলিদের বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা, ‘ক্রিকেটাররা অনেকদিন ধরেই টানা খেলছেন, তাদের বিশ্রাম দরকার। তবে শেষ পর্যন্ত কারা বিশ্রাম পাবেন, সেটা আসলে কোচ, ফিজিওই নির্ধারণ করবেন।’

    কোহলি-পান্ডিয়াদের পাশাপাশি বিশ্রামে থাকতে পারেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও জাসপ্রীত বুমরাহ। কোহলির জায়গায় অধিনায়কত্ব করতে পারেন রোহিত শর্মা। আজকেই ঘোষণা করা হতে পারে ভারতের এশিয়া কাপের দল।