• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    এশিয়া কাপে আফগান দলে চার স্পিনার

    এশিয়া কাপে আফগান দলে চার স্পিনার    

    রশিদ খান, লেগস্পিনার। মুজিব-উর-রেহমান, 'রহস্য স্পিনার'। এদের সঙ্গে সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি অর্থোডক্স বোলার শরাফউদ্দিন আশরাফ। ১৪টি ওয়ানডের সঙ্গে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে আশরাফের। এই তিনজনের সঙ্গে আফগান দলে আছেন আরেক স্পিনার- অলরাউন্ডার মোহাম্মদ নবী, যিনি অফস্পিনার। 

    আশরাফের সঙ্গে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার মুনির আহমেদ। মোহাম্মদ শাহজাদের সঙ্গে দ্বিতীয় অপশন হিসেবে থাকবেন তিনি। আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানো সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার দাওলাত জাদরান। 

    নবী ছাড়াও দলে আছেন সিমিং অলরাউন্ডার, গুলবাদিন নাঈব। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন আফতাব আলম, সাঈদ শিরাজ, সামিউল্লাহ শেনওয়ারি ও ওয়াফাদার। 

    ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান। ২০ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, আবুধাবিতে। 

    এশিয়া কাপে আফগানিস্তান স্কোয়াড
    মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, আসগর আফগান (অধিনায়ক), রহমত শাহ, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রেহমান, আফতাব আলম, ইহসানুল্লাহ জানাত, সাঈদ শিরাজ, ওয়াফাদার, মুনির আহমাদ কাকার