• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াডে নেই হাফিজ, ইয়াসির

    এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াডে নেই হাফিজ, ইয়াসির    

    পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও ইয়াসির শাহর। তাদের দুজনকে ছাড়াই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। হাফিজের জায়গায় দলে এসেছেন ব্যাটসম্যান শান মাসুদ। ১২টি টেস্ট খেললেও ওয়ানডে অভিষেক হয়নি মাসুদের। ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী পেসার শাহিন আফ্রিদিও।

    জিম্বাবুয়ে সিরিজে স্কোয়াডে থাকলেও পাঁচ ম্যাচের একটিতেও খেলেননি হাফিজ। বেশ অদল-বদল করা হয়েছিল স্কোয়াডে, তবে জায়গা মেলেনি তার। এরপর পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’-তে নেমে গিয়েছিলেন হাফিজ। আর ইমাদ নেমেছিলেন ‘বি’ থেকে ‘সি’-তে। 

    দলে জায়গা হয়নি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমেরও। ১৬ সেপ্টেম্বর চলতি বাছাইপর্ব পেরুনো দলের সঙ্গে প্রথম ম্যাচ পাকিস্তানের। 


    এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াড 
    সরফরাজ আহমেদ (অধিনায়ক/উইকেটকিপার), ফাখার জামান, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, শাদাব খান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, আসিফ আলি, হারিস সোহেল, মোহাম্মাদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, জুনাইদ খান, উসমান শিনওয়ারি, শাহিন আফ্রিদি