• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    প্রতিযোগিতাটা উপভোগ করছেন আবু হায়দার

    প্রতিযোগিতাটা উপভোগ করছেন আবু হায়দার    

    ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টি-টোয়েন্টির শেষ দুটিতে খেলেছিলেন আবু হায়দার রনি। দুই ম্যাচ মিলিয়ে একটি উইকেট পেলেও আভাস দিয়েছিলেন আঁটসাঁট বোলিংয়ের। ১০টি টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি পেসার, অপেক্ষায় ওয়ানডে অভিষেকের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাসই কাজে লাগাতে চান এশিয়া কাপের স্কোয়াডে থাকা আবু হায়দার। 

    “আমার আত্মবিশ্বাস খুব ভাল আছে। খুব ভালো বোলিং হচ্ছে এখন পর্যন্ত। শেষ দুটি সিরিজও খুব ভাল বোলিং হচ্ছে। আমি চেষ্টা করব ওই ধারাটাই যেন রাখতে পারি। অনুশীলনেও খুব পরিশ্রম করছি। যদি সুযোগ পাই সেরাটা দেওয়ার চেষ্টা করব”, বলছেন তিনি। 

    নিজের বোলিং বৈচিত্রটাও আরেকটু বাড়াতে চান তিনি, “আগে যেমন অফ কাটারটাও মারতাম, এখন ব্যাক অফ দ্য হ্যান্ড, নাকল বলটাও চেষ্টা করছি। ইয়র্করগুলা ট্রাই করছি। ‘পারফেকশন’ আনার চেষ্টা করছি। হয়ত একদিনে হবে না। দিনের পর দিন অনুশীলন করতে করতে আসবে।”

    মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনের পর দলে সুযোগ পাওয়াটা বেশ কঠিনই আবু হায়দারের জন্য। তবে এই প্রতিযোগিতাটা ভাল করার তাগিদ বাড়িয়েই দেয় আবু হায়দারের, “জাতীয় দলে যারা আছে সবাই প্রতিষ্ঠিত বোলার। এরমধ্যে আমার অভিজ্ঞতাই একটু কম। আমি চেষ্টা করছি এখান থেকে যতটুকু পারা যায়, নিজেকে অভিজ্ঞ করা যায়।  সিনিয়রদের দেখে যতটুকু শেখা যায়।”

    “আর একটা প্রতিযোগিতা থাকে। চারজন পেস বোলার আছি আমরা। তিনজন বা দুজন ভাল করছে। এটা আমার মধ্যেও তাগিদ আসে যে আমাকেও ভাল করতে হবে। জাতীয় দলে থাকতে হলে, ম্যাচ খেলতে হলে অনেক ভাল করতে হবে। এটা দলের মধ্যে একটা ভাল ব্যাপার যে অভিজ্ঞতা অর্জন করা, ভাল করার চেষ্টা করা। এটা উপভোগ করছি।”

    সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনটা উপমহাদেশের কাছাকাছি হলেও পার্থক্যটার সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা চ্যালেঞ্জ পেসারদের জন্য। আবু হায়দার তার বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থেকে আশা করছেন স্পোর্টিং উইকেটেরই, “দুবাইয়ে গরম থাকবে। গরমটা হয়ত প্রভাব ফেলবে না, আমরা গরমে খেলে অভ্যস্ত। কন্ডিশন আমাদের দেশের মতই। উইকেটে স্পিনাররা হয়ত সহায়তা পাবে, পেস বোলাররাও ওখানে ভাল বল করে। কারণ আমরা যখন খেলেছি সবুজ ঘাস ছিল, আবুধাবিতে যে উইকেটে খেলেছি। যেমন আমরা পিএসএলে দেখি হয়ত কাছাকাছিই থাকবে। আমার মনে হয় ভাল স্পোর্টিং উইকেট থাকবে।”