৬ বছর পর কলম্বিয়াকে বিদায় বললেন পেকারম্যান
৬ বছর ধরে কলম্বিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন। গত সপ্তাহে দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, হোসে পেকারম্যান জাতীয় দলের কোচ থাকতে পারেন ২০২২ বিশ্বকাপেও। তবে সেটা আর হচ্ছে না, ৬ বছর পর হামেস রদ্রিগেজদের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন পেকারম্যান।
২০১২ সালে যখন দায়িত্ব কাঁধে আসে, কলম্বিয়া দল খুব একটা স্বস্তিতে ছিল না। সেখান থেকে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে হোসে পেকারম্যান কলম্বিয়াকে নিয়ে গেছেন নকআউট পর্বে। ২০১৬ কোপা আমেরিকাতে তার অধীনেই কলম্বিয়া হয়েছিল তৃতীয়। সবাই ভেবেছিলেন, পরবর্তী কোপা ও কাতার বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করবেন। তবে সবাইকে একটু অবাক করেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে গুঞ্জন উঠেছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার জন্য কলম্বিয়ার দায়িত্ব ছেড়েছেন এই আর্জেন্টাইন। ২০০৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি।
বিদায়বেলায় ৬৯ বছর বয়সী পেকারম্যান বলছেন, দায়িত্ব ছাড়লেও কলম্বিয়াকে ভুলবেন না, ‘আমি সবসময়ই নজর রাখব এই দলটা কেমন খেলছে, কী করছে। শুধু ফুটবল নয়, দেশটার সাথেও আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে এই কয়েক বছরে। আমি আজীবনই কলম্বিয়ার অংশ হয়ে থাকবো। আশা করি কলম্বিয়া ভবিষ্যতে আরও সাফল্য পাবে।’
পেকারম্যানের স্থলাভিষিক্ত কে হবেন, সেটা এখনো জানা যায়নি।