• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    বড় ক্রিকেটার হলে বড় ইনিংস খেলব : লিটন

    বড় ক্রিকেটার হলে বড় ইনিংস খেলব : লিটন    

    ১২ ওয়ানডেতে সর্বোচ্চ ৩৬ রান। টি-টোয়েন্টিতে একটি ফিফটি, সর্বোচ্চ ৬১। টেস্টে তিনটি ফিফটি, এ বছরের শুরুতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস গিয়েছিলেন সেঞ্চুরির বেশ কাছে, ৯৪ রানের ইনিংসটিই তার সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান। টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংসটাও খেলেছেন এ সফরেই। লিটন ক্যারিয়ারে বেশ কয়েকবার আশা জাগিয়েও যেন সেটা পূরণ করতে পারেননি, বড় ইনিংসও তাই আসেনি সেভাবে। 

    লিটন বলছেন, বড় ইনিংস খেলার মতো “বড় ক্রিকেটার” এখনও হননি তিনি। তবে চেষ্টা করে যাচ্ছেন। এশিয়া কাপে তামিম ইকবালের ওপেনিং হওয়ার সম্ভাবনা বেশি তারই, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক। দেশের মাটিতে এর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওপেনিং করা মোহাম্মদ মিঠুনও আছেন, তবে দলে সুযোগ পেলেও তার লোয়ার অর্ডারের খেলার সম্ভাবনাই বেশি বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচকরা। 

    ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলেছেন লিটন। এবার পাওয়া সুযোগটা কাজে লাগাতে চাইছেন, “এটা একটা ভালো একটা সুযোগ। আমি অনেক দিন ওয়ানডে দলের বাইরে। অবশ্যই এটা কাজে লাগানোর চেষ্টা করব। এশিয়া কাপে ভালো বলতে তো পারফর্ম করা ছাড়াও অন্য কিছু চাই। আপনারাও রান চান, আমরাও রান চাই।” 

    “চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। একটা বড় ইভেন্ট। ওপেনিং করলে তো এটা চ্যালেঞ্জই। চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার। সে অনুযায়ী অনুশীলন করছি।” 

    ভাল শুরু করেও শেষটা করতে না পারার ব্যাপারে লিটনের ব্যাখ্যা, “যারা বড় ক্রিকেটার তারা (ভাল) শুরু পেলে (ইনিংস) বড় করে। এখনো বড়দের কাতারে যেতে পারিনি, এখনো বড় হচ্ছি। আমি চেষ্টা করছি ভালো কিছু করার, যেন বড় কিছু করি।”

    “একেজনের ক্যারেক্টার একেক রকম। আমি এভাবেই খেলতে পছন্দ করি। আমি এভাবেই খেলে যেতে চাই।”