• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    রশিদদের সামলাতে মানসিকভাবে দৃঢ় হতে বলছেন মাশরাফি

    রশিদদের সামলাতে মানসিকভাবে দৃঢ় হতে বলছেন মাশরাফি    

    এশিয়া কাপে আফগানিস্তান দলে আছেন চার স্পিনার। লেগস্পিনার, অফস্পিনার, বাঁহাতি স্পিনার, ‘রহস্য’ স্পিনার। তবে বাংলাদেশের আলোচনায় যেন শুধু একজনই- লেগস্পিনার রশিদ খান। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে তিন ম্যাচে রশিদ নিয়েছিলেন ৮ উইকেট। লেগস্পিনের সেই জুজু যেন কাটছেই না। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন, ফরম্যাটটা টি-টোয়েন্টি নয় বলে রশিদকে খেলতে চাপটা কম থাকবে বাংলাদেশী ব্যাটসম্যানদের। 

    “রশিদ খান অবশ্যই বিশ্বমানের লেগ স্পিনার, বিশেষ করে এই দুই ফরম্যাটে”, বলছেন মাশরাফি, “একটা ইতিবাচক দিক হচ্ছে, টি-টিয়েন্টিতে শট খেলার চাপ থাকে, ওয়ানডেতে সেটা থাকে না। ব্যাটসম্যানরা ওয়ানডেতে দুই-তিন ওভার সময় পাবে তাকে দেখে খেলার।”

    তবে তাকে বুঝতে বলছেন আগে, “তাকে বুঝে উঠতে পারা খুব জরুরী। গুগলি বা লেগস্পিন যেটা আছে সেটা বুঝতে হবে। যারা বুঝতে পারে তাদের সমস্যা হবে না। আর রশিদ খানকে খেলতে সারা বিশ্বের সব ব্যাটসম্যানদেরই সমস্যা হচ্ছে। এখানে মানসিকভাবে কিছুটা শক্ত হলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।”

    আফগানিস্তান ছাড়া গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম দিন ১৫ তারিখই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, মাশরাফি ভাবছেন শ্রীলঙ্কান বোলিং নিয়েও, “রশিদ খানের আগে আমাদের শ্রীলঙ্কার স্পিন, পেস বোলিং সামলানো বেশি জরুরী। আমরা যদি প্রথম ম্যাচ জিততে পারি তাহলে যেই আত্মবিশ্বাসটা পাব সেটা দিয়ে রশিদ, মুজিব, নবিদের সামলানো করা অনেকটাই সহজ হয়ে যাবে। আর শ্রীলঙ্কার সাথে যদি খারাপ হয় তাহলে সেটা দুইগুণ বেশি কষ্ট হবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক কিছুই ঠিক করে দিবে।”

    মাশরাফি যখন লেগস্পিন সামলানোর টোটকা দিচ্ছেন, হেড কোচ স্টিভ রোডস তাগিদ দিচ্ছেন রিস্টস্পিনার খুঁজে বের করতে, “বাংলাদেশে রিস্ট-স্পিনার খুব বেশি নেই। এটার দিকে অবশ্যই নজর দিতে হবে। গোটা দেশ থেকে রিস্ট-স্পিনার খুঁজে বের করতে হবে। তাদেরকে বলে দেখতে হবে, যাতে অনুশীলনটা চালিয়ে যায়। ক্রিকেট দলে ঢোকার একটা রাস্তা আছে। নিদারুণভাবে আমাদের একটা লেগস্পিনার দরকার।

    “ফিঙ্গার স্পিনারের রোল-মডেল হিসেবে আমাদের সাকিব ও মেহেদি আছে। রিস্ট-স্পিনার হিসেবে রোল-মডেল পেলেই তরুণরা রাস্তায় এটা শুরু করবে। 

    আপাতত যারা আছেন, তাদের সহায়তা নিয়েছেন রোডস, “লিখন (জুবাইর হোসেন) ও তানভীরকে (হায়দার) আমরা নেটে এনেছিলাম। রিশাদ আছে অনূর্ধ্ব-১৯ দলে। আমরা কিছু লেগস্পিনারকে আনার চেষ্টা করেছি, যাতে ব্যাটসম্যানরা অনুশীলনের সুযোগ পায়।”