আমরা জানি সাকিব ফিট আছে : প্রধান নির্বাচক
এশিয়া কাপে পুরো টুর্নামেন্টই সাকিব আল হাসান খেলতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। সাকিবের ফিটনেসের ব্যাপারে ফিজিওর কাছ থেকে আলাদা করে কোনও রিপোর্টও পাননি তারা, খেলার মতো ফিট আছেন বলেই জানেন মিনহাজুল। নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে নিয়ে দেওয়া ফিজিওর রিপোর্টেও তেমন কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়া আঙ্গুলে অস্ত্রোপচার লাগবে সাকিবের। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এশিয়া কাপের আগে সেটি না করে জিম্বাবুয়ের সিরিজের সময়ই করার কথা ছিল তার। তবে সম্প্রতি দুইটি ভিন্ন সংবাদমাধ্যমে দুরকমের কথা বলেছেন সাকিব। নিজে ২০-৩০ শতাংশ ফিট, তার এমন মন্তব্যে বিব্রতও জানিয়েছে বিসিবি।
এরই মাঝে স্কোয়াডে বাড়তি হিসেবে যোগ করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হককে। তাকে রাখা হয়েছে ব্যাক-আপ হিসেবেই, “আমাদের পুরো দল নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটা খেলার অংশ, ইনজুরি আসতেই পারে। আমাদের ফিজিওর রিপোর্টে তেমন কোন বাজে খবর নেই। ওরা সেরে উঠছে। সেই হিসেবে আমরা ভালোই আত্মবিশ্বাসী, আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব।”
“ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাক-আপ ক্রিকেটার দিয়ে রাখলাম, এই যাহ। যদি শান্তর হাতের ব্যথা সারার পর আবার বেড়ে যায়, সেই চিন্তা থেকে মমিনুলকে নেওয়া।
“সাকিব ইস্যুতে কোন খবর নেই আমাদের কাছে। সে অস্ত্রোপচারে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোন আপডেট পাই নি। আমরা জানি সে খেলার মত ফিট আছে। আশা করি সে পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।”
সাকিবকে ঘিরেই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছেও বলে জানিয়েছেন তিনি।