পিসিবি থেকে শোয়েবদেরও সরিয়ে দিলেন মানি
উপদেষ্টা হিসেবে থাকা সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারসহ আরও তিনজনকে সরিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। মানির পূর্বসূরি নাজাম শেঠি এদের নিয়োগ দিয়েছিলেন। শোয়েব অবশ্য টুইট করেছিলেন, তিনি পদত্যাগ করেছেন বলে। তবে এক চিঠিতে শোয়েবদের আর প্রয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছে পিসিবি।
শাকিল শেখ ও আইজাদ সায়িদ সাম্মানিক সদস্য হিসেবে ছিলেন, আর শোয়েব ও সাবেক টেস্ট ক্রিকেটার সালাউদ্দিন সাল্লুকে বেতন দেওয়া হচ্ছিল উপদেষ্টা হিসেবে।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান আসার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। মানি এসে ভেঙে দিয়েছেন শেঠির আমলের সব কমিটি, সবগুলোতেই স্বার্থের দ্বন্দ্ব ছিল বলে মত তার।
মানির অধীনে বেশ পরিবর্তন আসছে পিসিবিতে। এর গঠন, সংবিধান, কাজের ধরন বদলাচ্ছে। সিনিয়র ও জুনিয়র পর্যায়ে নির্বাচক কমিটিই শুধু অক্ষত আছে। পিসিবিতে কাজ করা কর্মচারীর সংখ্যাটাও (৯০০) অনেক বেশি বলে মত মানির।
“আমার মনে হয় না, বিশ্বের আর কোনও ক্রিকেট বোর্ডে এত লোক কাজ করে। এর মূল কারণ, পিসিবি অনেক কিছুকে এককেন্দ্রীকরণ করেছে, যেগুলো বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন।”