ভারত-পাকিস্তান ম্যাচ 'নায়ক' হওয়ার বড় সুযোগ: মালিক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি কিছু। দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলেও আসন্ন এশিয়া কাপে লড়বে দুই দল। এশিয়া কাপের ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের শোয়েব মালিক বলছেন, ভারত-পাকিস্তান ম্যাচ দুই দেশের ক্রিকেটারদের জন্য নায়ক হয়ে ওঠার অন্যতম বড় সুযোগ।
অনেক বছর ধরেই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়না ভারত-পাকিস্তান। দুই দেশের ক্রিকেট বোর্ডের টানাপোড়নে শুধুমাত্র আইসিসি আয়োজিত সিরিজেই দেখা হয় তাদের। মাঝে তো এরকম টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তাব দিয়েছিল ভারত।
বরাবরের মতো এবারও তাই এই ম্যাচকে ঘিরে আলোচনার শেষ নেই। মালিক বলছেন, অযথাই ম্যাচের আগে চাপ সৃষ্টি করা হয় ক্রিকেটারদের ওপর, ‘ভারতের সাথে ম্যাচ অন্য দশটা ম্যাচের মতোই। আমার মনে হয় ম্যাচের বাইরের বিষয় নিয়ে বেশি বেশি আলোচনা করে বাড়তি চাপ তৈরি করার কোনো মানেই নেই।’
ভারত-পাকিস্তান ম্যাচে ‘নায়ক’ হয়ে ওঠার সুযোগ থাকবে সবার সামনে, মনে করিয়ে দিলেন মালিক, ‘এটাই মনে হয় একমাত্র ম্যাচ যা ভারত-পাকিস্তানের দর্শক ছাড়াও অন্যরাও সমান আগ্রহ নিয়ে দেখেন। এটা নায়ক হয়ে ওঠার জন্য সুবর্ণ সুযোগ।’
দুবাই,আবুধাবিতে গত নয় বছর ধরে খেলছে পাকিস্তান। এবারের এশিয়া কাপে পাকিস্তানকে সেটা কি বাড়তি সুবিধা দেবে? মালিক অবসস এমনটা মানতে রাজি নন, ‘আরব আমিরাতে খেলাটা পাকিস্তানকে একটু সুবিধা দেবে। তবে ব্যাপারটা সবাই যেভাবে ভাবছে সেরকম না। টেস্টে আমরা ভালো করেছি এখানে, তবে সীমিত ওভারের ক্রিকেটে রেকর্ডটা তেমন ভালো না। ফ্লাডলাইটের নিচে খেলাটা এখানে বেশ কঠিন। তাই আশা করি এই সিরিজে আমরা আগের চেয়ে ভালো করব।'
১৯ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।