দুই পেনাল্টি মিসের পরেও সালাহর রাত
বিশ্বকাপে মিশরের সব আশা ভরসার প্রতীক ছিলেন তিনি। তবে মোহামেদ সালাহ রাশিয়াতে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় মিশর, সালাহকেও ফিরতে হয় খালি হাতে। বিশ্বকাপের হতাশার পর কাল প্রথমবারের মতো মাঠে নেমেছিল মিশর। আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাইপর্বের ম্যাচে নাইজারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মিশর, স্বরূপে ফিরেছেন সালাহও। জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের পাশাপাশি অবশ্য মিস করেছেন দুটি পেনাল্টিও!
ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি পায় মিশর। সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি সালাহ, তার শট ঠেকিয়ে দেন নাইজার গোলরক্ষক। লিড পেতে অবশ্য খুব বেশি দেরি হয়নি তাদের। ২৮ মিনিটের মাঝেই ২-০ গোলে এগিয়ে যায় মিশর। ২৯ মিনিটে আবার পেনাল্টি পায় তারা, শট নিতে আবারও এগিয়ে যান সালাহ। এবারও তার শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলকিপার। তবে ঠেকিয়ে দেওয়ার পর বল আবারও আসে সালাহর পায়ে, সেখান থেকেই বল জালে জড়ান।
৭৩ মিনিটে সালাহর অ্যাসিস্টেই মহসেন করেন চতুর্থ গোল। দলের পঞ্চম গোলটি আসে সালাহর পা থেকেই। দারুণ এক হেডে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। নাইজারের কফিনে শেষ পেরেক ঠুকেন মোহামেদ এলনেনি। হ্যাটট্রিকও পেতে পারতেন সালাহ, শেষ মুহূর্তে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সেটা হয়নি।
৬-০ গোলের বিশাল জয় দিয়েই বাছাইপর্বের যাত্রা শুরু করল মিশর। নতুন কোচ হাভিয়ের আগুইরিরর অধীনে শুরুটাও আশানরূপই হলো।