এশিয়া কাপে ধারাবাহিকতা দেখাতে চান সরফরাজ
চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের পক্ষে হয়ত খুব বেশি মানুষ বাজি লাগাননি। তবে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো খেলে পাকিস্তানই জিতেছে শিরোপা। সামনেই এশিয়া কাপ। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ মনে করেন, এশিয়া কাপ জেতার জন্যও ধারাবাহিক পারফরম্যান্সের বিকল্প নেই।
সরফরাজ চ্যাম্পিয়নস ট্রফির সাফল্যকে ধরে রাখতে চান এশিয়া কাপেও, ‘মোমেন্টামটা খুবই জরুরি এরকম টুর্নামেন্টে। চ্যাম্পিয়নস ট্রফিতেও এরকমটা হয়েছিল, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ধারাবাহিকভাবেই জয় পেয়েছি। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরু করতে চাই। জয়ের ধারাটা ধরে রাখতে চাই টুর্নামেন্টজুড়েই।’
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে সহজেই হারিয়েছিল সরফরাজের দল। তবে সেই জয়ের সুখস্মৃতি যেন ম্যাচে প্রভাব না ফেলে, সেই কথাই মনে করিয়ে দিলেন তিনি, ‘ভারতের বিপক্ষে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আগের দেখায় আমরা তাদের হারিয়েছিলাম, কিন্তু সেটা অতীত, প্রায় দেড় বছর আগের কথা! এশিয়া কাপের ম্যাচে সেটা নিয়ে ভাবলে চলবে না। ভারতও নিজেদের হারের দিকে ফিরে তাকাবে না। সব দলই এটাই করে, সবাই অতীত পেছনে ফেলে সামনের দিকে তাকায়।’
১৬ সেপ্টেম্বর দুবাইতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে পাকিস্তানের।