সুযোগ কাজে লাগাতে চান ডিকভেলা
গত কয়েক টুর্নামেন্টে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন তিনি। এশিয়া কাপের স্কোয়াড থেকে নিরোশান ডিকভেলার বাদ পড়া নিয়ে তাই চোখ কপালে উঠেছিল অনেকেরই। শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছিঁড়েছে তার, দিনেশ চান্ডিমালের ইনজুরির সুবাদে দলে জায়গা করে নিয়েছেন। এশিয়া কাপকে সামনে রেখে ডিকভেলা বলছেন, হুট করে পাওয়া এই সুযোগটা কাজে লাগাতে চান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোটামুটি ভালো ফর্মেই ছিলেন ডিকভেলা। দলের সেরা তিন রান সংগ্রাহকদের মাঝেও ছিলেন তিনি, ৩১ গড়ে করেছেন ১৫৮ রান। ইনিংসের শুরুটা ভালো করলেও থিতু হওয়ার পরেই উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। এশিয়া কাপে সেই ভুলটা আর করতে চান না, ‘আমি খুব হাস্যকরভাবে আউট হয়েছিল বেশ কয়েকবার। সবাই এটা নিয়ে কথা বলে। যদিও আমি রান করলে কেউ এটা আলোচনা করে না। তবে নিজেকে আরও শান্ত রাখতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। তাহলে আমি উন্নতি করে আরও বড় স্কোর করতে পারব। এইসব ব্যাপারে কোচ হাথুরু ও সামারাবিরা সবসময়ই আমার সাথে কথা বলেন।’
চান্ডিমালের ইনজুরিতে কপাল খুলেছে তার। এশিয়া কাপে ডিকভেলা তাই ভালো কিছু করেই বুঝিয়ে দিতে চান, তাকে দলে ফিরিয়ে ভুল করেননি নির্বাচকরা, ‘এশিয়া কাপটা কঠিন হবে। প্রথম লক্ষ্য থাকবে ক্রিজে বেশি সময় থাকা। আশা করি রান করে দলের জয়ে ভূমিকা রকাহতে পারব। যে সুযোগ এসেছে সেটা কাজে লাগাতেই হবে।’
১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে শ্রীলংকার এশিয়া কাপ যাত্রা।