• " />

     

    দুই বছর পর ওয়ানডেতে ফিরলেন স্টেইন

    দুই বছর পর ওয়ানডেতে ফিরলেন স্টেইন    

    কাঁধের ইনজুরি তার ক্যারিয়ার প্রায় শেষই করে দিয়েছিল। দীর্ঘদিন মাঠে বাইরে থাকার পর সুস্থ হয়ে ফিরয়েছেন টেস্ট দলে। এবার ওয়ানডে দলেও ফিরলেন দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইন। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে জায়গা করে নিলেন স্টেইন। জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৬ জনের স্কোয়াডে আছেন তিনি।

    শেষবার রঙ্গিন পোশাকে স্টেইনকে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে। এরপর টেস্ট সিরিজে কাঁধের ইনজুরিতে পড়ায় প্রায় এক বছর মাঠে বাইরে থাকতে হয়েছিল তাকে। অনেকেই ভেবেছিলেন, ক্যারিয়ারটা বোধহয় শেষই হয়ে গেল তার। তবে হার না মেনে এই বছরের শুরুতে সুস্থ হয়ে খেলায় ফিরেছিলেন, কিছুদিন আগে শ্রীলংকার বিপক্ষে টেস্টেও খেলেছেন। তবে স্টেইন বরাবরই বলেছিলেন, ২০১৯ বিশ্বকাপটাই তার মূল লক্ষ্য, আগামী বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে দলেও ফিরতে চান।

    ৩৫ বছর বয়সী স্টেইনের সেই আশাটা পূরণ করলেন নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির সদস্য লিন্ডা জন্ডি জানিয়েছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করা হয়েছে।

    স্টেইন তাহলে আগামী বছরের বিশ্বকাপ খেয়ার স্বপ্ন দেখতেই পারেন!