• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    এশিয়া কাপ শেষ তামিমের?

    এশিয়া কাপ শেষ তামিমের?    

    এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের*। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে সুরাঙ্গা লাকমালের বলে পাওয়া আঘাতে কবজিতে চিড় ধরা পড়েছে তার। অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

    ম্যাচের দ্বিতীয় ওভারে লেগস্টাম্পের ওপর শর্ট বলে লাকমালকে পুল করতে চেয়েছিলেন তখন ২ রানে ব্যাটিং করা তামিম। সেটা মিস করেই আঘাত পান বাঁহাতের কবজিতে। চোখে-মুখে স্পষ্ট ছিল ব্যথার ছাপ, এরপর ফিজিওর সঙ্গে মাঠই ছাড়েন তিনি। 

    হাসপাতালে নেওয়ার পর এক্স-রেতে চোট ধরা পড়েছে তার। এর আগে দেশে থাকতে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন, এ ম্যাচের আগেও ছিলেন না পুরো ফিট। তামিমকে নিয়ে শঙ্কাটা শুধু আরও খারাপ পরিণতির দিকেই গেছে বাংলাদেশের জন্য। 

    ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিমের ওপেনিং সঙ্গী ছিলেন এনামুল হক, এশিয়া কাপে প্রথম ম্যাচে তার সঙ্গে নেমেছিলেন লিটন দাস। আফগানিস্তানের সঙ্গে পরের ম্যাচে এবার তামিমের জায়গাতেই খেলাতে হবে আরেকজনকে। প্রথমে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করলেও পরে চোট নিয়ে শঙ্কার পূর্বপ্রস্তুতি হিসেবে পরে যুক্ত করা হয়েছিল বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হককে। 

    *অবিশ্বাস্যভাবে শেষ ব্যাটসম্যান হিসেবে আবার নেমেছিলেন তামিম ইকবাল। ব্যাটিং করেছেন এক হাত দিয়েই। আর ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, চিড় ধরা পড়েছে তামিমের, তবে তারা আরও দিনদুয়েক অপেক্ষা করবেন। আরেকটি স্ক্যানের পরই নেওয়া হবে সিদ্ধান্ত। তবে তামিম চোটের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপে আর খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলেই মানছেন তিনি।