'কারাতে' ভঙ্গির গোলে ইব্রার ৫০০
আর মাত্র এক গোল করলেই ছুঁতেন ৫০০ গোলের মাইলফলক। সেই মাইলফলকটা ইব্রাহিমভিচ ছুঁলেন দারুণভাবেই। এল এ গ্যালাক্সির হয়ে কারাতে স্টাইলের এক গোলে নিজের ৫০০তম গোল পূরণ করলেন এই সুইডিশ।
টরন্টোর বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে জোনাথন সান্তোসের পাসে বক্সের ভেতর ইব্রাকে খুঁজে পায়। সবাই ভেবেছিলেন, হয়ত হেড করেই গোলের চেষ্টা করবেন। কিন্তু এ তো ইব্রা বলে কথা! কারাতে কিকের মতো লাফিয়ে উঠে বল জালে জড়ালেন, হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন গোলরক্ষক।
শেষ পর্যন্ত অবশ্য ইব্রার দল হেরেছে ৫-৩ গোলে। ম্যাচ শেষে ইব্রা বলছেন, টরন্টো তাকে মনে রাখবে এই গোলটার জন্যই, ‘হারটা কখনোই সুখকর না। তবে টরন্টোর জন্য আমি খুশি, তারা আমাকে মনে রাখবে ওই গোলের জন্যই!’
৩৬ বছর বয়সী ইব্রা জাতীয় দলের হয়ে করেছেন ৬২ গোল। এল এ গ্যালাক্সির হয়ে এই নিয়ে তা গোলসংখ্যা দাঁড়াল ১৭ তে, পিএসজির হয়ে তার গোল ১৫৬, ইন্টার মিলানে ৬৬, এসি মিলানে ৫৬, আয়াক্সে ৪৮, ম্যানচেস্টার ইউনাইটেডে ২৯, জুভেন্টাসে ২৬, বার্সেলোনায় ২২ ও মালমোতে গোল করেছেন ১৮টি।