• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    তামিমদের মান রেখেছেন দুবাইয়ের বাঙালিরাও

    তামিমদের মান রেখেছেন দুবাইয়ের বাঙালিরাও    

     

    জাপান ও সেনেগালের সমর্থকদের কথা মনে আছে? রাশিয়া বিশ্বকাপে ম্যাচ হারার পরেও স্টেডিয়ামের ময়লা পরিষ্কার করে প্রশংসায় ভেসেছিলেন তারা। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা। এশিয়ার কাপের উদ্বোধনী ম্যাচশেষে স্টেডিয়াম পরিষ্কার করেছেন খেলা দেখতে আসা বহু বাঙালি।

    খেলাটা দুবাইতে হচ্ছে না মিরপুরে, দর্শকের কারণে সেটা বোঝার কোনো উপায়ই ছিল না! কয়েক হাজার প্রবাসী বাঙালি এসেছিলেন মাশরাফিদের সমর্থন জানাতে। দারুণ এক জয়ের পর মাশরাফি তো বাংলায় জয়টা উৎসর্গ করেছেন সমর্থকদেরই, ‘ আপনাদের অনেক ধন্যবাদ। যে সমর্থন আমরা পেয়েছি তা অবিশ্বাস্য। যারা প্রবাসী আছেন ও দেশ থেকে এসেছেন তাদের অনেক ধন্যবাদ। আশা করি এটা সামনেও বজায় থাকবে। এই জয়টা আপনাদের জন্যই।’

    মাশরাফি জয় উৎসর্গ করলেন, তামিম খেলতে নামলেন ভাঙা কবজি নিয়েও। বাংলাদেশের সমর্থকরা তাই দলের মানটাও রাখলেন দারুণভাবেই। ম্যাচ শেষ হওয়ার পর পলিব্যাগে ভরেছেন ম্যাচের সময় ফেলা আবর্জনা। সেই আবর্জনা একসাথে করে বাইরে ফেলার ব্যবস্থাও করা হয়েছে।

    বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ ফুটবল চলার সময় বাংলাদেশের সমর্থকরা বোতল ছুড়ে মেরেছিলেন। দুবাইয়ের দর্শকরা সেই 'কালিমা' কিছুটা হলেও হয়ত মুছে দিলেন!